জি-স্ট্রিং (ইংরেজি: G-string) (অন্যথায় gee-string বা gee string) এক ধরনের থং অন্তর্বাস বা সাঁতারের পোশাক। এটি কাপড়, পাকাঁচামড়া, প্লাস্টিকের তৈরি একটি সংকীর্ণ বা সরু অংশ, যা নিতম্ব এবং যৌনাঙ্গ ঢাকার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা সাধারণত অন্তর্বাস বা সাঁতারের পোশাক হিসেবে নারী এবং পুরুষদের ব্যবহারের একধরনের ছোট প্যান্টি বা জাঙ্গিয়াজি স্ট্রিং এবং থং এই দুটি পদ কখনো কখনো অদলবদল করে ব্যবহার করা হয়। তবে, পরিভাষাগতভাবে এগুলো পোশাকের বিভিন্ন অংশ হিসেবে পরিচিত হয়।

এছাড়াও জি স্ট্রিং বহিরাগত নৃর্ত্যশিল্পী দ্বারা পরিহিত হয়ে থাকে। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Beadle, John Hanson (১৮৭৭)। Western Wilds, and the Men Who Redeem Them: An Authentic Narrative। পৃষ্ঠা 249।