জিশান মুশতাক
পাকিস্তানি ক্রিকেটার
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
জিশান মুশতাক (জন্ম ১ অক্টোবর ১৯৮৯) একজন পাকিস্তানি ক্রিকেটার । ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেট চলমান ছিল। [১]তিনি ৪৭ টি প্রথম-শ্রেণীর এবং ৩০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | গুজরাত, পাকিস্তান | ১ অক্টোবর ১৯৮৯
উৎস: ক্রিকইনফো, ১৮ মার্চ ২০২১ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Zeeshan Mushtaq"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে জিশান মুশতাক (ইংরেজি)