জিল্যান্ডস-পোস্টেন মুহাম্মাদ কার্টুন বিতর্ক সম্পর্কে মতামত

এই পাতায় জিল্যান্ডস-পোস্টেন মুহাম্মদ কার্টুন বিতর্ক নিয়ে সরকারী প্রতিনিধি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের বাইরে থেকে সংগৃহীত বিভিন্ন মতামত রয়েছে ("আন্তর্জাতিক প্রতিক্রিয়া" অংশটি দেখতে মূল পাতায় যান - Jyllands-Posten Muhammad cartoons controversy)। এই বিতর্কের ধারণা ও বিস্তারিত ব্যাখ্যার জন্য অনুগ্রহ করে মূল পাতাটি দেখুন।

ডেনমার্কের জাতীয় সম্প্রচার সংস্থা ড্যানমার্ক রেডিওর হয়ে এপিনিয়ন কর্তৃক পরিচালিত ২০০৬ সালের ২৯শে জানুয়ারি তারিখের একটি জরিপে দেখা যায় যে, জরিপে অংশ নেয়া ৫৭৯ জন ডেনিশ নাগরিকের মধ্যে ৭৯% মনে করেন যে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে মুসলমানদের কাছে ক্ষমা চাওয়া উচিত নয়।  এদের মধ্যে ৪৮% উল্লেখ করেন এটি সংবাদপত্রের স্বাধীনতায় রাজনৈতিক হস্তক্ষেপ হবে, এবং ৪৪% মনে করেন বিতর্ক নিরসনের জন্য প্রধানমন্ত্রীকে আরো বেশি চেষ্টা করা উচিত। জরিপে অংশগ্রহণকারীদের ৬২% মনে করেন যে সংবাদপত্র Jyllands-Posten এরও ক্ষমা চাওয়া উচিত নয়। ৫৮% মনে করেন যে, Jyllands-Posten কার্টুনগুলো প্রকাশ করার অধিকার রাখলেও, তারা মুসলিম সমালোचना বুঝতে পারেন।[]

২০০৬ সালের ৩রা ফেব্রুয়ারিতে ড্যানমার্ক রেডিওর জন্য এপিনিয়ন দ্বারা পরিচালিত আরেকটি জরিপে ৫০৯ জনকে জিজ্ঞাসা করা হয়েছিল, "গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনাগুলো বিবেচনা করে, Jyllands-Posten কি কার্টুনগুলো প্রকাশ করা উচিত ছিল?"। এদের মধ্যে ৪৭% উত্তর দেন যে, কার্টুনগুলো প্রকাশ করা উচিত ছিল না, ৪৬% বিপরীত অভিমত পোষণ করেন এবং বাকি  ৭% কোন অবস্থান নিতে পারেননি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Epinion: Ingen skal undskylde Muhammed tegninger" (ডেনীয় ভাষায়)। Danmarks Radio। ২৮ জানুয়ারি ২০০৬। 
  2. "Delte holdninger til JP's tegninger" (ডেনীয় ভাষায়)। Danmarks Radio। ৪ ফেব্রুয়ারি ২০০৬। ২০০৬-০২-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০২-০৮