জিয়াউর রহমান (চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিবিদ)

বাংলাদেশী রাজনীতিবিদ
(জিয়াউর রহমান (সংসদ সদস্য) থেকে পুনর্নির্দেশিত)

জিয়াউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ ও ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২(গোমস্তাপুর -নাচোল-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য।[]

জিয়াউর রহমান
কাজের মেয়াদ
২০২৩ – ৬ আগস্ট ২০২৪[]
ব্যক্তিগত বিবরণ
জন্মজিয়াউর
(1952-12-07) ৭ ডিসেম্বর ১৯৫২ (বয়স ৭১)
ঢাকা, পূর্ব পাকিস্তান
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলআওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীকাশমেরী রহমার
মাতানুরজাহান বেগম
পিতারিয়াজউদ্দিন আহমদ
পেশারাজনীতিবিদ

প্রাথমিক জীবন

সম্পাদনা

জিয়াউর ১৯৫২ সালের ৭ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাস্থ রহনপুর পৌরসভার শেখপাড়া এলাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ। তার পিতার নাম রিয়াজউদ্দিন আহমেদ এবং মাতার নাম নূরজাহান বেগম। তার স্ত্রী কাশমেরী রহমান একজন গৃহিণী। জিয়াউরের মোট ৩ সন্তান,বড় মেয়ে নাম সানজিদা রহমান (জেমি) ফাহমিদা রহমান (জুলি) ছেলে নাম রাজীব আহমেদ জয়।

শিক্ষা জীবন

সম্পাদনা

জিয়াউর ১৯৭০ সালে রহনপুর এ. বি. সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। ১৯৭৩ সালে তিনি রহনপুর ইউসুফ আলী ডিগ্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

রাজনৈতিক জীবন

সম্পাদনা

২০০৯ সালের নবম জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় জাতীয় সংসদ সদস্য থাকাকালীন সময় তিনি তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।[]

২০২৩ সালের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য মনোনীত হন।[]

তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের সভাপতি মরহুম মাইনুদ্দিন মন্ডল মৃত্যু পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত সভাপতি)হন।পরে আওয়ামী লীগের এক সমাবেশে সারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সকল (ভারপ্রাপ্ত ) নেতাদের ভারমুক্ত ঘোষনা করলে র্পূণ সভাপতি নির্বাচিত হন।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সভাপতি বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পাকিত স্থায়ী কমিটির হন।

৫ আগস্ট ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত পালিয়ে গেলে পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।[][]

রহনপুর পৌরসভা গঠন

সম্পাদনা

বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে রহনপুর ইউনিয়ন কে রহনপুর পৌরসভা হিসেবে পুনর্গঠন করার সিদ্ধান্ত নিলে জিয়াউর রহমানকে রহনপুর পৌরসভার প্রথম প্রশাসক নির্বাচিত করেন। পরবর্তিতে ১৯৯৯ সালে তিনি রহনপুর পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; অআ নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  2. "List of 9th Parliament Members Party Wise (Bangla)" (পিডিএফ)Bangladesh Parliament। Bangladesh Parliament। ১৩ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "9th Parliament Committees Name"parliament.gov.bd। Bangladesh Parliament। ২০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. "চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনে বিজয়ী জিয়াউর রহমান"নাচোল নিউজ (ইংরেজি ভাষায়)। ২০২৩-০২-০১। সংগ্রহের তারিখ ২০২৩-০৩-১৬ 
  5. "সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪ 
  6. "যা আছে সংসদ ভেঙে দেওয়ার সারসংক্ষেপে"বাংলা ট্রিবিউন। ৬ আগস্ট ২০২৪। ১৭ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪