জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন
জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Zimbabwe Football Association; এছাড়াও সংক্ষেপে জেডএফএ নামে পরিচিত) হচ্ছে জিম্বাবুয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯৮০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর জিম্বাবুয়ের রাজধানী হারারেতে অবস্থিত।
ক্যাফ | |
---|---|
প্রতিষ্ঠিত |
|
সদর দপ্তর | হারারে, জিম্বাবুয়ে |
ফিফা অধিভুক্তি | ১৯৬৫[১] |
ক্যাফ অধিভুক্তি | ১৯৮০ |
সভাপতি | ফেল্টন কামাম্বো |
সহ-সভাপতি | ওমেগা সিবান্দা |
ওয়েবসাইট | zifa |
এই সংস্থাটি জিম্বাবুয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জিম্বাবুয়ে প্রিমিয়ার ফুটবল লীগ, জিম্বাবুয়ীয় কাপ এবং জিম্বাবুয়ীয় স্বাধীনতা ট্রফির মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ফেল্টন কামাম্বো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জোসেফ মামুতসে।
কর্মকর্তা
সম্পাদনা- ২৩ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | ফেল্টন কামাম্বো |
সহ-সভাপতি | ওমেগা সিবান্দা |
সাধারণ সম্পাদক | জোসেফ মামুতসে |
কোষাধ্যক্ষ | ফিলেমন মাচানা |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | জোলিসানি গুয়েসেলা |
প্রযুক্তিগত পরিচালক | উইলসন মুতেকেদে |
ফুটসাল সমন্বয়কারী | জোসেফ মাভোঞ্জো |
জাতীয় দলের কোচ (পুরুষ) | জ্রাভকো লগারুসিচ |
জাতীয় দলের কোচ (নারী) | সিথেথেলেলুয়ে সিবান্দা |
রেফারি সমন্বয়কারী | ব্রাইটন ব্রিটন মালান্ডুলে |
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে (ইংরেজি)
- ক্যাফ-এ জিম্বাবুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি)