জিব্রাল্টারে ইসলাম
পিউ রিসার্চ সেন্টারের ২০০৯-এর একটি প্রতিবেদন অনুসারে, জিব্রাল্টারে প্রায় এক হাজার মুসলমান রয়েছেন যা মোট জনসংখ্যার প্রায় ৪%।[১]
ইতিহাস
সম্পাদনাঐতিহাসিকভাবে, জিব্রাল্টার প্রথম ইউরোপে ইসলামের অবস্থান ছিল। তারিক ইবনে জিয়াদ নামক মুর সামরিক নেতা প্রথম মুসলিম হিসেবে ইউরোপের এই জায়গা জয় করেন। এই জায়গার নামকরণ করা হয়েছিলো তার নাম অনুসারে। এর নাম ছিলো জাবাল-আল-তারিক বা তারিকের পর্বত, সেখান থেকে পরিবর্তিত হয়ে জিব্রাল্টার নাম হয়।