জিন ক্রেইন
জিন এলিজাবেথ ক্রেইন (২৫ মে ১৯২৫ - ১৪ ডিসেম্বর ২০০৩) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তার কর্মজীবনের ব্যপ্তি ছিল ১৯৪৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত। তিনি পিংকি (১৯৪৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তার অভিনীত কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র হল হোম ইন ইন্ডিয়ানা (১৯৪৪) স্টেট ফেয়ার ও লিভ হার টু হেভেন (১৯৪৫), ও মার্জি (১৯৪৬)। এছাড়া তিনি তার বরফ স্কেটিং দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন।
জিন ক্রেইন | |
---|---|
Jeanne Crain | |
জন্ম | জিন এলিজাবেথ ক্রেইন ২৫ মে ১৯২৫ বার্স্টো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৪ ডিসেম্বর ২০০৩ সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৭৮)
সমাধি | সান্তা বারবারা সেমেটারি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৪৩-১৯৭৫ |
দাম্পত্য সঙ্গী | পল ব্রিঙ্কম্যান (বি. ১৯৪৬; মৃ. ২০০৩) |
সন্তান | ৭ |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাক্রেইন ১৯২৫ সালের ২৫শে মে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্স্টোতে এক আইরিশ ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা জর্জ এ. ক্রেইন ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা লরেট্টা কার।[১] ১৯৩০ সালে তারা ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে৪ ৮২২ এস. ওয়ালনাট অ্যাভিনিউয়ে বসবাস করতেন।[২] ১৯৩৪ সালে তার পিতামাতার বিবাহবিচ্ছেদের পর তাদের তিন সদস্যের পরিবার লস অ্যাঞ্জেলেসের ৫৮১৭ ভ্যান নেস অ্যাভিনিউয়ে চলে যান।[৩]
কর্মজীবন
সম্পাদনা১৯৪৯ সালে তিনি তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন। আ লেটার টু থ্রি ওয়াইভস চলচ্চিত্রে তিনি শীর্ষ পারিশ্রমিক গ্রহীতা ছিলেন। এটি বক্স অফিসে সফল হয় ও ধ্রুপদী চলচ্চিত্রে রূপ নেয় এবং জোসেফ এল. ম্যাংকাভিৎস দুটি অস্কার লাভ করেন। অস্কার ওয়াইল্ডের লেডি উইন্ডমেয়ার্স ফ্যান অবলম্বনে অটো প্রেমিঞ্জার পরিচালিত দ্য ফ্যান চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হন। অন্যদিকে পিংকি চলচ্চিত্রটি সেই বছরের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র হয়ে ওঠে এবং এতে অভিনয়ের জন্য ক্রেইন শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ বার্গ্যান, রোনাল্ড (ডিসেম্বর ১৬, ২০০৩)। "Jeanne Crain"। দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০।
- ↑ "United States Federal Status"। US Government। ১৯৩০। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ – ancestrylibrary.com-এর মাধ্যমে।
- ↑ "United States Census"। US Census Bureau। ১৯৪০। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০ – ancestrylibrary.com-এর মাধ্যমে।
- ↑ "The 22st Academy Awards (1950) Nominees and Winners"। অস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে জিন ক্রেইন (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জিন ক্রেইন (ইংরেজি)
- jeannecrain.org, a Jeanne Crain tribute website by Crain's granddaughter Bret Crain Csupo
- Photographs and literature
- "Jeanne Crain cover photo"। লাইফ। অক্টোবর ১৭, ১৯৪৯।