জিতেন দাশগুপ্ত (জন্ম:-? ― মৃত্যু:- ২২ এপ্রিল ১৯৩০) একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ।[]

জিতেন দাশগুপ্ত
জন্ম
মৃত্যু২২ এপ্রিল ১৯৩০
মৃত্যুর কারণব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ
জাতীয়তাব্রিটিশ ভারতীয়
নাগরিকত্বব্রিটিশ ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি,
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

কর্মকাণ্ড

সম্পাদনা

জিতেন দাশগুপ্তের জন্ম হয়েছিল চট্টগ্রামের গৈরলা গ্রামে। তিনি থাকতেন রেঙ্গুনে, সেখানেই বেঙ্গল একাডেমিতে পড়াশোনা করতেন।[] তারপর তিনি চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের কিছুদিন আগে রেঙ্গুন থেকে চট্টগ্রামে ফিরে আসেন। দিনটি ছিল ২২ শে এপ্রিল ১৯৩০ সাল, বিপ্লবীরা জালালাবাদ পাহাড়ের চূড়ায় অবস্থান নেয়। পাহাড়ের নিচে হাজির হলো একদল ব্রিটিশ সেনাবাহিনী। শুরু হয় তাদের ভীষণ ভয়াবহ যুদ্ধ। ব্রিটিশ সশস্ত্র ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে অবিরাম যুদ্ধে করে শহীদ হন।[] একই সাথে শহীদ হন নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, হরিগোপাল বল, মতিলাল কানুনগো, প্রভাসচন্দ্র বল, শশাঙ্কশেখর দত্ত, নির্মল লালা, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, এবং অর্ধেন্দু দস্তিদার[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মাস্টারদা সূর্যসেন | BengalStudents"www.bengalstudents.com। ২০২১-০৫-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৩ 
  2. Catṭạgrāma biplabera bahnịśikhā, 1837-1971: Sampādanā, Śacīndranātha Guha; Rameśacandra Majumadāra mahāśaẏera bhūmikā sambalita। Śikshā o Saṃskr̥ti Bibhāga, Caṭṭagrāma Parishada। ১৯৭৪। 
  3. রায়, প্রকাশ। বিস্মৃত বিপ্লবীবিপ্লবীদের জীবনী 
  4. Arjuna, Brajendranātha (১৯৭৯)। Agniyugera itikathā। Muktadhārā।