জিতেন্দ্র নারায়ণ
মহারাজা শ্রী স্যার জিতেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর KCSI (২০ ডিসেম্বর ১৮৮৬ – ২০ ডিসেম্বর ১৯২২) বৃটিশ ভারতের তদানীন্তন কোচবিহার দেশীয় রাজ্যের ১৯১৩ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর হতে ১৯২২ খ্রিস্টাব্দের ডিসেম্বর, আমৃত্যু মহারাজা ছিলেন।
জিতেন্দ্র নারায়ণ, কোচবিহারের মহারাজা | |
---|---|
২৩ তম মহারারাজা,কোচবিহার দেশীয় রাজ্য | |
রাজত্ব | ১ সেপ্টেম্বর ১৯১৩ - ২০ ডিসেম্বর ১৯২২ |
উত্তরসূরি | জগদ্দীপেন্দ্র নারায়ণ |
জন্ম | কোচবিহার রাজবাড়ি, বৃটিশ ভারত | ২০ ডিসেম্বর ১৮৮৬
মৃত্যু | ২০ ডিসেম্বর ১৯২২ লন্ডন,যুক্তরাজ্য [১] | (বয়স ৩৬)
দাম্পত্য সঙ্গী | মহারানী ইন্দিরা রাজে (১৯১৩-১৯২২) |
জন্ম ও প্রারম্ভিক জীবন
সম্পাদনাজিতেন্দ্র নারায়ণের জন্ম ১৮৮৬ খ্রিস্টাব্দের ২০শে ডিসেম্বর কোচবিহার রাজবাড়িতে। তিনি মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ও সুনীতি দেবীর দ্বিতীয় সন্তান ছিলেন। তাদের তৃতীয় সন্তান ছিলেন ভিক্টর নীতিন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। জিতেন্দ্র নারায়ণ বরোদা রাজ্যের মহারাজা তৃতীয় সয়াজিরাও গাইকোয়াড ও মহারানি চিমনাবাঈ কন্যা ইন্দিরা রাজে'কে বিবাহ করেন। তাদের দুই পুত্র সন্তান- জগদ্দীপেন্দ্র নারায়ণ ও ইন্দ্রজিতেন্দ্র নারায়ণ এবং তিন কন্যা সন্তান - ইলা দেবী, গায়ত্রী দেবী ও মেনকা দেবী। তার প্রথম ভাগিনেয় ছিলেন চিত্তরঞ্জন এবং রূপনারায়ণপুরের রাজা জলধর বসু।
অবদান
সম্পাদনাতিনি ১৯১৬ খ্রিস্টাব্দে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি হাই স্কুল স্থাপন করেন।
ক্রিকেট
সম্পাদনাতিনি প্রথম-শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলেন, নিজের দলের হয়ে, মোট ৩৩টি রান সংগ্রহ করেন। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History Book of Cooch Behar"। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "Player Profile: Maharaja of Cooch Behar"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১১।
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী {{{before}}} |
{{{title}}} | উত্তরসূরী {{{after}}} |