জিওফ্রে উইল্কিন্সন
রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী
স্যার জিওফ্রে উইল্কিন্সন একজন নোবেল বিজয়ী ইংরেজ রসায়নবিজ্ঞানী।
স্যার জিওফ্রে উইল্কিন্সন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৬ সেপ্টেম্বর ১৯৯৬ | (বয়স ৭৫)
জাতীয়তা | ব্রিটিশ |
মাতৃশিক্ষায়তন | ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
পরিচিতির কারণ | Homogeneous transition metal catalysis |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৭৩) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | অজৈব রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইম্পেরিয়াল কলেজ লন্ডন |
ডক্টরাল উপদেষ্টা | Henry Vincent Aird Briscoe |
জীবনী
সম্পাদনাউইল্কিন্সন ইয়র্কশায়ারের স্প্রিংসাইডে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে গ্র্যাজুয়েট হন। তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে গ্লেন থিওডোর সিবোর্গ এর সাথে কাজ করেন, যার বেশিরভাগই ছিল নিউক্লিয়ার নামকরণের উপর। তিনি পরে ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে রিসার্চ অ্যাসোসিয়েট হন। তিনি ১৯৫১ সালের সেপ্তেম্বর থেকে ১৯৫৫ সালের ডিসেম্বর পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ গবেষণা করেন। ১৯৫৫ সালের জুনে তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন এর অজৈব রসায়নের চেয়ারম্যান নিযুক্ত হন।