জেনারেল মোটর্স
(জিএম থেকে পুনর্নির্দেশিত)
জেনারেল মোটর্স (জিএম) (ইংরেজি: General Motors Company) একটি মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৬ সেপ্টেম্বর ১৯০৮ সালে প্রতিষ্ঠিত এবং এর প্রধান অফিস মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে অবস্থিত। গ্লোবাল ইন্ডাস্ট্রি সেলস্ এর পরিমাপ হিসেবে জিএম বিশ্বের সবচেয়ে বড় গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান। ২০০৮ সালের হিসেবে জেনারেল মটরস বিশ্বের বিভিন্ন স্থানে ২,৬৬,০০০ কর্মচারী নিয়োগ দিয়েছে। প্রতিষ্ঠানটি এর গাড়ি এবং ট্রাক ৩৫টি দেশে তৈরি করে এবং বুইক, ক্যাডিলাক, সেব্রোলেট, জিএম দাইয়ু, জিএমসি, হোল্ডেন, হামার, অপেল, পন্টিয়াক, সাব, স্যাতুম, ভক্সাল এবং উলিং বিভিন্ন ব্রান্ডের নামে যেমন বিক্রি করে।
কোম্পানি পরিদর্শন
সম্পাদনা
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bennett, Jeff (জানুয়ারি ২৬, ২০১০)। "Chairman of GM Taps CEO: Himself"। The Wall Street Journal; abstract (for full article (সদস্যতা প্রয়োজনীয়))। সংগ্রহের তারিখ জুলাই ৩, ২০১০। অজানা প্যারামিটার
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য) - ↑ "Company Profile"। General Motors। ২০১০। ২৫ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ৭, ২০১০।
- ↑ "Going Global"। The New York Times। জুন ৪, ২০০৯। সংগ্রহের তারিখ জুন ৬, ২০০৯।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে জেনারেল মোটর্স সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |