জিংনু নামচুম

ভারতীয় রাজনীতিবিদ

জিংনু নামচুম (জন্ম: ১৯৭৭) হলেন অরুণাচল প্রদেশের আইনসভার সদস্য (এমএলএ)। তিনি অরুণাচল প্রদেশের নামসাইয়ের (আগের লোহিত জেলা) নামসাই আসন থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে নির্বাচিত হয়েছিলেন।

তিনি ২০১৬ সাল অবধি ভারতীয় জাতীয় কংগ্রেসে ছিলেন, তারপর তিনি অরুণাচলের পিপলস পার্টিতে যোগ দিয়েছিলেন এবং ২০১৪ সাল থেকে অরুণাচল প্রদেশ বিধানসভার সদস্য ছিলেন। []

দলবিরোধী কর্মকাণ্ডের জন্য পিপিএ কর্তৃক স্থগিত হওয়া ৬ জন বিধায়কের মধ্যে জিংনু নামচুম ও মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ছিলেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "MyNeta Profile"। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০১৫ 
  2. http://indianexpress.com/article/india/arunachal-cm-pema-khandu-6-others-temporarily-suspended-from-ppa-4450972/