জাহাঙ্গীর আলম (সচিব)

বাংলাদেশের সচিব

মোঃ জাহাঙ্গীর আলম (জন্ম: ১৯৬৬ খ্রি.) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা যিনি বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি স্বাস্থ্য সেবা বিভাগসমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ছিলেন।[][]

মোঃ জাহাঙ্গীর আলম
সচিব
স্বাস্থ্য সেবা বিভাগ
কাজের মেয়াদ
৮ অক্টোবর ২০২৩ – ২০ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার
সচিব
সমাজকল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
১৯ মে ২০২২ – ৫ অক্টোবর ২০২৩
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
পূর্বসূরীমাহফুজা আখতার
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1966-10-17) ১৭ অক্টোবর ১৯৬৬ (বয়স ৫৮)
পীরগঞ্জ, রংপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

প্রাথমিক জীবন

সম্পাদনা

আলম ১৯৬৬ খ্রিষ্টাব্দের ১৭ অক্টোবর রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কৃষি (স্নাতক) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বনায়ন ও পরিবেশ বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন।[][]

কর্মজীবন

সম্পাদনা

জাহাঙ্গীর আলম বিসিএস একাদশ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ ছিলেন। তিনি জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড এবং সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের চেয়ারম্যানসহ বিভিন্ন কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ খ্রিষ্টাব্দে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

৫ অক্টোবর ২০২৩ সালে জাহাঙ্গীর আলমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "নতুন সচিব ৮ মন্ত্রণালয়ে"আরটিভি নিউজ। ১৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  2. "সমাজকল্যাণের সচিব হিসেবে জাহাঙ্গীর আলমের যোগদান"কালের কণ্ঠ। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  3. "নবনিযুক্ত সমাজকল্যাণ সচিবের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা"ঢাকাটাইমস। ২০ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  4. "মো. জাহাঙ্গীর আলমের জীবনবৃত্তান্ত"সমাজকল্যাণ মন্ত্রণালয়। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  5. "সমাজকল্যাণের সচিব হিসেবে যোগ দিলেন জাহাঙ্গীর আলম"জাগোনিউজ২৪.কম। ১৯ মে ২০২২। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২ 
  6. "স্বাস্থ্যসেবা বিভাগের নতুন সচিব জাহাঙ্গীর আলম"যুগান্তর। ২০২৩-১০-০৫। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৬