জার্সি ফুটবল অ্যাসোসিয়েশন
জার্সি ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Jersey Football Association; এছাড়াও সংক্ষেপে জেএফএ নামে পরিচিত) হচ্ছে জার্সির ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি দ্য ফুটবল অ্যাসোসিয়েশনের একটি কাউন্টি ফুটবল অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি, তবে প্রতিষ্ঠার ১১০ বছর পর ১৯০৫ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করার জন্য আবেদন করেছিল।[২] এই সংস্থার সদর দপ্তর জার্সির সেন্ট হেলিয়ারে অবস্থিত।
প্রতিষ্ঠিত | ১৯০৫ |
---|---|
সদর দপ্তর | সেন্ট হেলিয়ার, জার্সি |
ফিফা অধিভুক্তি | নেই |
সভাপতি | ব্র্যাডলি ভাউডেন |
ওয়েবসাইট | www |
এই সংস্থাটি জার্সির পুরুষ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে জার্সি ফুটবল কম্বিনেশনের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে জার্সি ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন ব্র্যাডলি ভাউডেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jersey FA • Jersey Sport"। Jersey Sport (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-১০।
- ↑ Sport, Brent Pilnick BBC। "Jersey bids to join Uefa to play international football"। BBC Sport। সংগ্রহের তারিখ ২০১৬-০৭-২৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)