জারা জাবীন মাহবুব

বাংলাদেশী রাজনীতিবিদ

জারা জাবীন মাহবুব বাংলাদেশের সাবেক সংসদ সদস্য। তিনি সংরক্ষিত মহিলা আসন ৭ থেকে দ্বাদশ জাতীয় সংসদে মনোনিত হন।[] নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী জারা জাবীন মাহবুব গুণি পরিবারের সন্তান তিনি ব্র্যাকের ডিরেক্টর ছিলেন।

জারা জাবীন মাহবুব
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন–৭ সাবেক সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৮ ফেব্রুয়ারি ২০২৪
ব্যক্তিগত বিবরণ
জন্মমনাকষা গ্রাম, শিবগঞ্জ উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ জেলা
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীনাভিদ মাহবুব
সন্তান
পিতাকাইয়ুম রেজা চৌধুরী
বাসস্থানঢাকা

প্রাথমিক জীবন ও পরিবার

সম্পাদনা

বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিক কাইয়ুম রেজা চৌধুরীর সুযোগ্য সন্তান জারা মাহবুব। তাঁর দাদা মোর্তজা রেজা চৌধুরী ছিলেন উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, সাবেক অর্থমন্ত্রী (তৎকালীন পাকিস্তান সরকার), তাঁর চাচা মাইনুর রেজা চৌধুরী ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি, চাচা সালমান এফ রহমান সংসদ সদস্য, ঢাকা-১ প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

শিক্ষা জীবন

সম্পাদনা

জারা মাহবুব ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কেলি, হাস স্কুল অব বিজনেজ,ক্যালিফোর্নিয়া-২০০৫-২০০৮ এমবিএ, (অলাভজনক, প্রতিযোগিতামূলক কৌশল, কৌশলগত বিপণন) কোলেসন সেন্টার ফর ইন্টারনেশনাল বিজনেজ এন্ড পলিসি ভারতের মুম্বাই ও ব্যাঙ্গুলুরুরের উদ্যোক্তা ও বহুজাতিক ব্যবসা গবেষণায় নিয়োজিত ছিলেন।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বাংলাদেশ ১৯৯৮ বিবিএ, মার্কটিং এবং আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনা।আজামশন বিশ্ববিদ্যালয় (এবিএসি), ব্যাংকক, থাইল্যান্ড ১৯৯৫ ব্যবসা প্রশাসনের দ্বিতীয় বর্ষ শিক্ষার্থী এবং সাউথ ব্রিজ থেকে তার স্কুল জীবন সম্পন্ন হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন ৫০ নারী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২৭