জারা কে
জারা কে (জন্ম: ১৯৯২) লন্ডনে অবস্থিত একজন প্রাক্তন মুসলিম নাস্তিক, ধর্মনিরপেক্ষ কর্মী এবং নারী অধিকার কর্মী। তিনি অবিশ্বাসী হিজাবির প্রতিষ্ঠাতা, একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা যা মুসলিম উত্থাপিত মহিলাদের অধিকার সমর্থন করতে চায়, বিশেষ করে যারা ইসলাম ত্যাগ করার প্রক্রিয়ায় রয়েছে বা ত্যাগ করেছে৷ [১] [২]
জারা কে | |
---|---|
জন্ম | ১৯৯২ |
নাগরিকত্ব | অস্ট্রেলীয় |
মাতৃশিক্ষায়তন | মনাশ বিশ্ববিদ্যালয় |
পেশা | তথ্য প্রযুক্তি |
পরিচিতির কারণ | নাস্তিক ও ধর্মনিরপেক্ষ কর্মী, নারী অধিকার কর্মী |
ওয়েবসাইট | faithlesshijabi |
জীবনী
সম্পাদনাকে ১৯৯২ সালে তানজানিয়ার দারুস সালামে জন্মগ্রহণ করেন এবং একজন খোজা ইসনা আশারিয়া শিয়া মুসলিম হিসেবে বেড়ে ওঠেন। [৩] [১] (৪:০০–৪:২৫) বাড়িতে ইংরেজি, গুজরাটি, সোয়াহিলি এবং কচ্চি ভাষাগুলো বলা হতো, কিন্তু আরবি নয়। তার মা কেনীয় এবং তার বাবা তানজানীয় ছিলেন। [৪] (৪৮:৫০–৪৯:৩৫) তার বাবা-মা রক্ষণশীল মুসলিম ছিলেন এবং তার চার বোন এবং এক ভাই ছিল। [১] তিনি আট বছর বয়স থেকে হিজাব পরা শুরু করেছিলেন, কারণ তিনি "আরো শুদ্ধ হতে চেয়েছিলেন, আমি চেয়েছিলাম ঈশ্বর আমাকে আরও ভালোবাসুন।" পশ্চাদপটে, তিনি বলেছিলেন "এটি কোনও পছন্দ নয়। এটা জবরদস্তি।" [১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ Caroline Overington (১৪ জানুয়ারি ২০১৯)। "Women pay heavy price for ditching Islam"। The Australian। News Corp Australia। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ Phoebe Loomes (১৭ জানুয়ারি ২০১৯)। "Ex-Muslim activist says renouncing Islam more difficult for women, invited constant sexual harassment"। news.com.au। News Corp Australia। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।
- ↑ Galloway, Anthony (২০২১-০৪-২৯)। "When Zara feared for her safety in Tanzania she thought the Australian high commission would help her"। The Sydney Morning Herald (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৯।
- ↑ Rizvi, Ali A.; Navabi, Armin (১০ অক্টোবর ২০১৮)। "EP71: Shia Muslims Leaving Islam"। Secular Jihadists for a Muslim Enlightenment (Podcast)। পর্ব 71। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯।