জায়ফরনগর ইউনিয়ন

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার একটি ইউনিয়ন

জায়ফরনগর ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার একটি ইউনিয়ন।[][]

জায়ফরনগর
ইউনিয়ন
৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ।
জায়ফরনগর সিলেট বিভাগ-এ অবস্থিত
জায়ফরনগর
জায়ফরনগর
জায়ফরনগর বাংলাদেশ-এ অবস্থিত
জায়ফরনগর
জায়ফরনগর
বাংলাদেশে জায়ফরনগর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৩৬′২০.০০২″ উত্তর ৯২°৫′১৭.৯৯৯″ পূর্ব / ২৪.৬০৫৫৫৬১১° উত্তর ৯২.০৮৮৩৩৩০৬° পূর্ব / 24.60555611; 92.08833306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলামৌলভীবাজার জেলা
উপজেলাজুড়ী উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
আয়তন
 • মোট৩,৮৫৫ হেক্টর (৯,৫২৫ একর)
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী)
 • মোট৩৯,৪৭৩
 • জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৫৮ ৩৫ ৪৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

জুড়ী উপজেলার মধ্যে ৩২ টি গ্রামের সমন্বয়ে ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি,ধর্মীয় অনুষ্টান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। অত্র ইউনিয়নের উত্তরে পশ্চিম জুড়ী ইউনিয়ন, দক্ষিনে সাগরনাল ইউনিয়ন, পশ্চিমে হাকালুকি হাওড় ও পূর্বে পশ্চিম জুড়ী ইউনিয়ন অবস্থিত। ক) ইউনিয়নের নামঃ ৫নং জায়ফরনগর খ) আয়তন : ৫১.২১বর্গ কি:মি: গ) লোক সংখ্যাঃ ৩০২৯৮ জন (পুরুষ-১৫৪৬৮,মহিলা-১৪৮৩০) ঘ) গ্রামের সংখ্যাঃ ৩২ টি। ঙ) মৌজার সংখ্যাঃ ১১টি। চ) হাটবাজারের সংখ্যাঃ ০৩ টি। ছ) উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিক্সা,বাই-সাইকেল ও মটর সাইকেল, সিএজি এবং বাস। জ) শিক্ষার হারঃ ৭২.৩৩% ঞ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩টি ট) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৬টি ঠ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪ টি। ড) মাদ্রাসাঃ ৬টি ঢ) মহিলা মাদ্রাসাঃ- ১ টি

 জুড়ী উপজেলার মধ্যে ৩২ টি গ্রামের সমন্বয়ে ৫নং জায়ফরনগর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি,ধর্মীয় অনুষ্টান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান। অত্র ইউনিয়নের উত্তরে পশ্চিম জুড়ী ইউনিয়ন, দক্ষিনে সাগরনাল ইউনিয়ন, পশ্চিমে হাকালুকি হাওড় ও পূর্বে পশ্চিম জুড়ী ইউনিয়ন অবস্থিত।

ক) ইউনিয়নের নামঃ ৫নং জায়ফরনগর

খ) আয়তন  : ৫১.২১ বর্গ কি:মি:

গ) লোক সংখ্যাঃ ৩০২৯৮ জন (পুরুষ-১৫৪৬৮,মহিলা-১৪৮৩০)

ঘ) গ্রামের সংখ্যাঃ ৩২ টি।

ঙ) মৌজার সংখ্যাঃ ১১টি।

চ) হাটবাজারের সংখ্যাঃ ০৩ টি।

ছ) উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ রিক্সা,বাই-সাইকেল, মটর সাইকেল, সিএজি ও বাস।

জ) শিক্ষার হারঃ ৭২.৩৩%

ঞ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১৩টি

ট) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৬টি

ঠ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৪ টি।

ড) মাদ্রাসাঃ ৬টি

ঢ) মহিলা মাদ্রাসাঃ- ১ টি

ইতিহাস

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার :

শিক্ষা প্রতিষ্ঠান ১। শাহা পুর জামেয়া ইসলামীয়া দাখিল মাদরাসা ২। শাহপুর প্রাথমিক বিদ্যালয় ৩। দীগল বাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪। পশ্চিম গোবিন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫। হাসনা বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬। বাহাদুর পুর চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭। চাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮। চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯। বিশ্বনাথ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০। ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১। মানিক সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২। জায়ফর নগর উচ্চ বিদ্যালয় ১৩। বাহাদুর পুর হাফিজিয়া ইবতেদায়ী মাদরাসা ১৪। হযরত শাহ্ খাকী (রঃ) হাফিজিয়া মাদরাসা ১৫। জায়ফর নগর মহিলা দাখিল মাদরাসা ১৬। হযরত শাহ্ খাকী রঃ ইসলামীয়া আলিম মাদরাসা ১৭। ভোগতেরা দারুল কোরআন মাদরাসা ১৮। কন্টিনালা আতিকিয়া হাফিজিয়া মাদরাসা ১৯। বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০। পশ্চিম বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ২১। দঃ জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২২। মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় ২৩। দক্ষিণ জাঙ্গীরাই দাখিল মাদরাসা ২৪। নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদরাসা ২৫। উত্তর জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৬। ভবানি পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭। সিকান্দার মাহমুদা উচ্চ বিদ্যালয় ২৮। জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা ২৯। কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩০। বেলাগাঁও উচ্চ বিদ্যালয়

দর্শনীয় স্থান

সম্পাদনা

১। হাকালুকি হাওর। (শীত কালে অতিথি পাখি) ২। শাহ গরিব খাকী (রঃ) এর রওজা শরীফ। ৩। উপজেলা পরিষদ কমপ্লেক্স। ৪। বজিটিলা রাবার বাগান। ৫। হযরত শাহ জবেদ আলী (র:) মাজার শরীফ।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান--হাজী মাছুম রেজা

চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১ জনাব মোঃ আব্দুল খালিক চৌধুরী ০১.০৪.১৯৭২ হতে ২৩.০২.১৯৭৪

২৪.০২.১৯৭৪ হতে ২৫.০২.১৯৭৭

২৬.০২.১৯৭৭ হতে ২৭.০২.১৯৮৪

০১.০৪.১৯৯২ হতে ০৭.০২.১৯৯৮

০২ জনাব মোঃ আব্দুল মক্তদীর ২৮.০২.১৯৮৪ হতে ২৯.০৬.১৯৮৮

৩০.০৬.১৯৮৮ হতে ৩১.০৩.১৯৯২

০৮.০২.১৯৯৮ হতে ০৩.০৩.২০০৩

০৩ জনাব মোঃ মোসলেহ উদ্দিন ০৪.০৩.২০০৩ হতে ৩১.০৭.২০১১
০৪ জনাব মোঃ নজমুল ইসলাম ৩১.০৭.২০১১ হতে১৬.০৫.২০১৬

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জায়ফরনগর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "জুড়ী উপজেলা"বাংলাপিডিয়া। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২০