জামেয়া রশীদিয়া ফেনী

ফেনী জেলার একটি কওমি মাদ্রাসা

জামেয়া রশীদিয়া ফেনী ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের কালিদাস পাহালিয়া নদীর তীরে লস্করহাটে অবস্থিত একটি কওমি মাদ্রাসারশিদ আহমদ লুধিয়ানভির শিষ্য মুফতি শহিদুল্লাহ দা. বা. ১৯৯৪ সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। অল্প কয়েকজন ছাত্র নিয়ে একটি জীর্ণ মসজিদে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। সাত একর জায়গাজুড়ে বিস্তৃত এই শিক্ষাঙ্গনটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন স্থানীয় দানবীর হাজী মোহাম্মদ আলী। প্রতিষ্ঠালগ্ন থেকে মাদ্রাসাটি পরিচালনা করছেন মুফতি শহিদুল্লাহ দাঃবাঃ। মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত। ২০২৪ সালে মাদ্রাসার ছাত্রসংখ্যা ৭২০০+ জন। নিয়মিত ছাত্রদের পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিতদের জন্য এখানে ‘কুল্লিয়াতুশ শারইয়্যাহ’ যেখানে মাত্র ৭ বছরেই কাওমী মাদ্রাসার সম্পূর্ণরূপে অর্জন করা যায়। এবং স্থানীয় সাধারণ মানুষের ধর্মীয় শিক্ষার জন্য বিশেষ(দ্বীনিয়্যাত বিভাগের)ব্যবস্থা আছে। প্রতিষ্ঠানটিতে ১৭২ জন শিক্ষক এবং ৩০ জন খাদিম ও কর্মচারী রয়েছে। এই মাদ্রাসাতে গরীব-অসহায় ছাত্রদের জন্য রয়েছে "গুরাবা/ইমদাদি ফান্ড" (যারা প্রকৃতপক্ষে যাকাত,ফিতরা ইত্যাদি খাওয়ার উপযুক্ত তাদের জন্য এই সু-মহৎ ব্যবস্থাপনা।)

জামেয়া রশীদিয়া ফেনী
প্রাতিষ্ঠানিক লোগো
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৯৪ ইং
প্রতিষ্ঠাতাহযরত মুফতি শহিদুল্লাহ দাঃ বাঃ
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুফতি শহিদুল্লাহ দাঃবাঃ
উপাচার্যমুফতি ফয়জুল্লাহ কাসেমী দাঃ বাঃ
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
১৭৮+ (২০২৪)
শিক্ষার্থী৭২০০+ (২০২৩)
অবস্থান
শিক্ষাঙ্গনপৌরসভা
ওয়েবসাইটjamearashidia.com

সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণের জন্য মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছে ‘ইসলাহী ফাউন্ডেশন’। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মাদ্রাসাটি কৃষি মন্ত্রণালয় থেকে ২০০৯ সালে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে এবং পুরস্কৃত হয়। মাদ্রাসার ১১ হাজার স্বেচ্ছাসেবী উন্নয়ন সদস্য রয়েছে, যারা মাদ্রাসার উন্নতি-অগ্রগতির জন্য নিয়মিত দান-অনুদান করেন। মাদ্রাসাটি থেকে প্রতি রমজানে অন্তত ৭০০ মসজিদে ১৪০০ হাফেজকে বিনামূল্যে খতমে তারাবিহ পড়ানোর জন্য প্রেরণ করা হয়। এই মাদ্রাসায় বার্ষিক উন্নয়ন সদস্য সম্মেলন, বার্ষিক সভা, ইসলাহি মাহফিল সহ প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. হুসাইন, বেলায়েত (১০ জুন ২০২১)। "বহুমুখী শিক্ষার প্রাণকেন্দ্র ফেনীর জামেয়া রশীদিয়া"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ 
  2. সদর প্রতিনিধি। "ফেনীর জামেয়া রশিদিয়া: বিভিন্ন মসজিদে তারাবি পড়াবে এক হাজার হাফেজ"ফেনীর সময়। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০২১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]