জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস
জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস সিলেটের কানাইঘাট থানা সদরে সুরমা নদীর তীরে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। ১৯১৭ সালে দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে প্রখ্যাত আলেম মনছুর আহমদ এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৩৮ সালে এটি বর্তমান অবস্থানে স্থানান্তর করা হয়। মনছুর আহমদের মৃত্যুর পর মাদ্রাসা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন আব্দুর রব ক্বাসিমি পরবর্তীতে ১৯৫৩ সালে যুক্ত হন বিখ্যাত আলেম মুশাহিদ আহমদ, তিনি ১৯৫৩ সালে এখানে দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করেন। তিনি মাদ্রাসার আমূল সংস্কার করেন। মাদ্রাসায় দাওরায়ে হাদিস চালুর পর তিনি মাদ্রাসার নাম রাখেন “দারুল উলুম দারুল হাদিস”। এজন্য তাকে বর্তমান মাদ্রাসার প্রতিষ্ঠাতাও বলা হয়। মাদ্রাসাটি সার্বিক দিক তথা শিক্ষার মান, শিক্ষকদের আন্তরিকতা ও দক্ষতার সুনাম চারদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থান থেকে এখানে অসংখ্য শিক্ষার্থী আসতে থাকে। ২০২০ সালে এই মাদ্রাসার ছাত্রসংখ্যা ছিল ১২০০ ও শিক্ষক ৩০ জন। বর্তমানে মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বরত আছেন মুহাম্মদ বিন ইদ্রিস।[১][২][৩][৪][৫][৬]
ধরন | কওমি মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৯১৭ |
প্রতিষ্ঠাতা | মনছুর আহমদ |
মূল প্রতিষ্ঠান | দারুল উলুম দেওবন্দ |
অধিভুক্তি | পূর্ব সিলেট আযাদ দ্বীনি কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, মুশাহিদিয়া ক্বিরাত প্রশিক্ষণ বোর্ড |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
আচার্য | মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস (শায়খে লক্ষীপুরী) |
উপাচার্য | মাওলানা আলিমুদ্দীন (শায়খে দুর্লভপুরী) |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৩০ (২০২০) |
শিক্ষার্থী | ১২০০ (২০২০) |
অবস্থান | |
শিক্ষাঙ্গন | পৌরসভা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ২২০। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- ↑ আলম, মোঃ মোরশেদ (২০১৪)। "হাদীস শাস্ত্র চর্চায় বাংলাদেশের মুহাদ্দিসগণের অবদান (১৯৭১—২০১২)"। পিএইচডি অভিসন্দর্ভ, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়: ২৩৯। ৩ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুন ২০২১।
- ↑ উদ্দীন, আব্বাস (২০১৮-১০-০৪)। "জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট"। কওমিপিডিয়া। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রিপোর্টার, স্টাফ (২৪ ফেব্রুয়ারি ২০১৮)। "কানাইঘাটের দারুল উলুম দারুল হাদিস মাদরাসার মহাসম্মেলন"। মানবজমিন।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - কানাইঘাট উপজেলা"। তথ্য বাতায়ন। ২০১৯-১০-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭।
- ↑ আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ৩০০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |