জামিনা বেগম

আফগানিস্তানের প্রথম ফার্স্ট লেডি

জামিনা বেগম (ফার্সি: زینب خاتون, প্রতিবর্ণীকৃত: জয়নব খাতুন) আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতি, সরদার মোহাম্মদ দাউদ খানের স্ত্রী। তিনি ১১ জানুয়ারি ১৯১৭ জন্মগ্রহণ করেন, ১৯৩৪ সালের সেপ্টেম্বরে দাউদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৭৮ সালের ২৮ এপ্রিল সাওর বিপ্লবের সময় নিহত হন।[] ২০০৯ সালে তাকে, তার স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কাবুলের দিহ সাবজ জেলাতে দাফন করা হয়।[]

রাজকুমারী
জামিনা বেগম
زینب خاتون خانم
১ম আফগানিস্তানের ফার্স্ট লেডি
জীবনী
১৭ জুলাই ১৯৭৩ – ২৭ এপ্রিল ১৯৭৮
রাষ্ট্রপতিমোহাম্মদ দাউদ খান
ব্যক্তিগত বিবরণ
জন্মজয়নব খাতুন
১১ জানুয়ারি ১৯১৭
কাবুল
মৃত্যু২৮ এপ্রিল ১৯৭৮ (৬১ বছর বয়সে)
কাবুল
সমাধিস্থলকাবুল
দাম্পত্য সঙ্গীমোহাম্মদ দাউদ খান
সম্পর্কমোহাম্মদ জহির শাহ (ভাই)
সন্তান
মাতামাহ পারওয়ার বেগম
পিতামোহাম্মদ নাদির শাহ
ধর্মইসলাম

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

দাউদ দম্পতির চার পুত্র এবং চার কন্যা ছিল:

  • ১। জার্লশত দাউদ খান
  • ২। খালিদ দাউদ খান (১৯৪৭-১৯৭৮)। একটি পুত্র ছিল:
    • তারিক দাউদ খান
  • ৩। ওয়াইস দাউদ খান (১৯৪৭-১৯৭৮)। চার সন্তান ছিল:
    • তুরান দাউদ খান (১৯৭২-)
    • আরেস দাউদ খান (১৯৭৩ - ১৯৭৮)
    • ওয়াইগাল দাউদ খান (১৯৭৫ - ১৯৭৮)
    • জহরা খানুম (১৯৭০-)
  • ৪। মুহাম্মদ উমর দাউদ খান (মৃত্যু: ১৯৭৮)। দুই মেয়ে ছিল:
    • হিল খানুম (১৯৬১ - ১৯৭৮)
    • গজল খানুম (১৯৬৪ - ১৯৭৮)
  • ৫। দর্খনই বেগম
  • ৬। জার্লশত খানুম (মৃত্যু: ১৯৭৮)
  • ৭। শিনকে বেগম (মৃত্যু: ১৯৭৮)। দুই মেয়ে ছিল:
    • এরিয়ান হিলা খানুম গাজী (১৯৬১-)
    • হাওয়া খানুম গাজী (১৯৬৩-)
  • ৮। তোরেপেকে বেগম। তিন সন্তান ছিল:
    • শাহ মাহমুদ খান গাজী
    • দাউদ খান গাজী
    • জহরা খানুম গাজী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Christopher Buyers। "The Royal Ark: Afghanistan (Telai 2)"The Royal Ark। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  2. "Remains of Afghan leader buried"BBC News। ১৭ মার্চ ২০০৯। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬