জামালপুর পৌরসভা
জামালপুর পৌরসভা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি পৌরসভা। আয়তনে জামালপুর পৌরসভা বাংলাদেশের ৩য় বৃহৎ ও ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পৌরসভা।[১][২]
জামালপুর পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ১৮৬৯ |
নতুন অধিবেশন শুরু | ২০২১ |
নেতৃত্ব | |
প্রশাসক | মৌসুমী খানম |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
জামালপুর পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট |
ইতিহাস, অবস্থান ও সীমানা
সম্পাদনাইংরেজ শাসনামলেই ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় ১৮৪৫ সালে জামালপুরকে প্রশাসনিক মহকুমায় উন্নীত করা হয়। জীবনযাত্রার মান উন্নয়ন এবং সুবিধা বৃদ্ধির লক্ষে ১৮৬৯ সালে ৪৬.৬২ বর্গ কি.মি. এলাকা নিয়ে ৪ টি ওয়ার্ড এর সমন্বয়ে “গ” শ্রেণীর জামালপুর পৌরসভা গঠিত হয়। ১০ এপ্রিল ১৯৯৩ তারিখে ৮৪ টি মহল্লা, ৪৭ টি মৌজা নিয়ে জামালপুর পৌরসভা “ক” শ্রেণীভুক্ত হয় এবং ৫৩.২৮বর্গ কি.মি. এলাকায় উন্নীত হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সেবার মান নিশ্চিত করতে ১৯ মে ১৯৯৮ সালে ৪ টি ওয়ার্ডকে ১২ টি ওয়ার্ডে বিভক্ত করা হয় । বর্তমানে জামালপুর পৌরসভা বাংলাদেশের পুরাতন ও বৃহৎ পৌরসভা হিসেবে প্রথম সারিতে স্থান করে নিয়েছে। ১৯১৯ সাল পর্যন্ত মহকুমা প্রশাসকদের উপর পৌরসভা পরিচালনার দায়িত্ব অর্পিত ছিল। ১৯২০ সালে পৌরসভার প্রথম চেয়ারম্যান নির্বাচন হয়। প্রায় ১৩৫ বছরের পুরনো ঐতিহ্যবাহী এই পৌরসভার প্রথম চেয়ারম্যান হচ্ছেন বাবু অক্ষয় কুমার সেন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৫৫%।
শিক্ষা প্রতিষ্ঠান
কিন্ডার গার্টেন | ৩৫ টি |
সরকারী প্রাথমিক বিদ্যালয় | ৪০ টি |
সরকারী উচ্চ বিদ্যালয় | বালক সরকারী ০১টি, বালিক সরকারী ১৪টি |
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ | ০১ টি |
সরকারী কলেজ | ০২ টি |
যুব প্রশিক্ষন কেন্দ্র | ১৩ টি |
দর্শনীয় স্থান
সম্পাদনা১. লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক
২. দিঘির পাড়
৩. শেরপুর ব্রিজ
৪. বিজিবি ক্যাম্প
৫. উন্নয়ন সংঘ চাইল্ড সিটি পার্ক
৬. ফৌজদারি - শেরপুর ব্রিজ রোড
৭. আলেয়া গার্ডেন - দেউরপাড়, চন্দ্রা
৮. দয়াময়ী মন্দির - শহরের জিরো পয়েন্ট
৯. শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লি- শহরের জিরো পয়েন্ট
১০- হযরত শাহ জামাল (রা) এর মাজার- পাথালিয়া
১১- আশেক মাহমুদ কলেজ- নয়াপাড়া
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাক্রমিক | নাম | মেয়াদকাল |
---|---|---|
১ | বাবু অক্ষয় কুমার সেন | ১৯২০- |
২১ | ছানোয়ার হোসেন ছানু | ২০২১-২০২৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জামালপুর পৌরসভা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২১ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
- ↑ "জামালপুর পৌরসভা"। বিডি মেয়র। ২৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |