জামালপুর-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
জামালপুর-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৩৯নং আসন।
জামালপুর-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সীমানা
সম্পাদনাজামালপুর-২ আসনটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ফরিদুল হক খান | ১,১২,৮০৯ | ৯৭.১ | +৩৬.২ | |
স্বতন্ত্র | মো: আতিকুর রহমান | ৩,৩৮০ | ২.৯ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,০৯,৪২৯ | ৯৪.২ | +৬৮.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,১৬,১৮৯ | ৫৯.৪ | −২৮.২ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | ফরিদুল হক খান | ১,০৮,৮৪৭ | ৬০.৯ | +২২.৯ | ||
বিএনপি | সুলতান মাহমুদ বাবু | ৬২,৬৩৫ | ৩৫.১ | -২৬.১ | ||
স্বতন্ত্র | মো: জাভেদ মোশারফ | ৪,০২০ | ২.৩ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | মঞ্জুরুল আহসান খান | ৩,০৯৪ | ১.৭ | +০.৯ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৬,২১২ | ২৫.৯ | +২.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৮,৫৯৬ | ৮৭.৬ | +২১.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সুলতান মাহমুদ বাবু | ৮০,৩১৪ | ৬১.২ | +২৩.৩ | ||
আওয়ামী লীগ | রাশেদ মোশাররফ | ৪৯,৮৬৫ | ৩৮ | -৫.৬ | ||
কমিউনিস্ট পার্টি | আসলাম খান | ১,০৩২ | ০.৮ | -৬.৫ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩০,৪৪৯ | ২৩.২ | +১৭.৫ | |||
ভোটার উপস্থিতি | ১,৩১,২১১ | ৬৬.৬ | −০.৯ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রাশেদ মোশাররফ | ৪১,৮১৬ | ৪৩.৬ | +২.০ | |
বিএনপি | সুলতান মাহমুদ বাবু | ৩৬,৩৪৪ | ৩৭.৯ | +০.৭ | |
জামায়াতে ইসলামী | সামিউল হক ফারুকি | ৭,০৮৮ | ৭.৪ | -১০.৪ | |
কমিউনিস্ট পার্টি | মঞ্জুরুল আহসান খান | ৬,৯৯২ | ৭.৩ | প্র/না | |
জাতীয় পার্টি | কামরুজ্জামান পালোয়ান | ৩,৫৫৫ | ৩.৭ | +১.২ | |
জাকের পার্টি | এস এম আব্দুল মান্নান | ২২৩ | ০.২ | ০.০ | |
সংখ্যাগরিষ্ঠতা | ৫,৪৭২ | ৫.৭ | +১.৩ | ||
ভোটার উপস্থিতি | ৯৬,০১৮ | ৬৭.৫ | +২০.৭ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রাশেদ মোশাররফ | ৩৩,৯১৯ | ৪১.৬ | |||
বিএনপি | সুলতান মাহমুদ বাবু | ৩০,৩৫৮ | ৩৭.২ | |||
জামায়াতে ইসলামী | সামিউল হক | ১৪,৪৮৭ | ১৭.৮ | |||
জাতীয় পার্টি | আশরাফ উদ দৌল্লা পালোয়ান | ১,৯৯৮ | ২.৫ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | সোলেমান সরকার | ৩৫৫ | ০.৪ | |||
জাসদ (রব) | আব্দুর রাজ্জাক | ২২৪ | ০.৩ | |||
জাকের পার্টি | খান গোলাম বাসেত | ১৭৩ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৫৬১ | ৪.৪ | ||||
ভোটার উপস্থিতি | ৮১,৫১৪ | ৪৬.৮ | ||||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জামালপুর-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jamalpur-2"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে জামালপুর-২