জাফর ইবনে আলি আল হাদী

দশম ইমাম আলী আল-হাদির তৃতীয় পুত্র

আবু আব্দুল্লাহ জাফর ইবনে আলি আল হাদী  ( ৮৪০ থেকে ৮৮৫ খ্রিস্টাব্দ) হলেন একজন সুন্নি মুসলিম পন্ডিত। তিনি সুন্নি সুফিবারো ইমামিয়া শিয়া মতাদর্শের দশম ইমাম আলী আল-হাদির তৃতীয় পুত্র ছিলেন। তিনি নিজেকে ইমাম বলে দাবি করেছিলেন এবং তার অনুসারীদের একটি নিজস্ব সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন, যাদের কাছে তিনি আল-জাকি (অর্থাৎ বিশুদ্ধ একজন) নামে পরিচিত ছিলেন।

পরিবার

সম্পাদনা

জাফর ইবনে আলির বাবার নাম ইমাম আলী আল-হাদী। তার ভাই হাসান আল-আসকারি একাদশ ইমাম হিসেবে শিয়া ও সুফী মতাদর্শীদের মধ্যে পরিচিত। এছাড়া জাফর ইবনে আলির একজন বড় ভাই ছিল, যার নাম মুহাম্মদ। তিনি তার পিতার মৃত্যুর আগেই মারা যান।[]

ইমামত ব্যবস্থা নিয়ে জাফর ইবনে আলি সংঘাতে জড়িয়ে পড়েন। কিছু মানুষ তাকে ইমাম হিসেবে স্বীকৃতি দিতো। তবে অনেকেই তাকে মেনে নেয় নি।

আলি আল-হাদির মৃত্যুর পর

সম্পাদনা

জাফর ইবনে আলির বাবা আলী আল-হাদীর মৃত্যুর পর জাফর ইমামতি দাবি করেন। বারো ইমামিয়া শিয়ারা বিশ্বাস করতেন যে, নৈতিক দিক দিয়ে তিনি ইমাম হওয়ার যোগ্য ছিলেন না।[][] তবে বাহাই মতাদর্শীরা বিশ্বাস করেন যে, তিনি একজন সত্যবাদী ইমাম ছিলেন।[] তার পক্ষে অনুসারীরা দাবি করেছিলেন যে, তার ব্যক্তিত্ব তার যৌবন থেকে পরিবর্তিত হয়েছিল।[] পরবর্তীতে তার অনুসারীরা জাফরিয়া নামে পরিচিতি লাভ করে। অপর দিকে যারা তার ভাই আল-আসকারিকে ইমাম হিসেবে অনুসরণ করতো, তারা বর্তমানে ইসনা আশারিয়া নামে পরিচিত।[]

হাসান আল-আসকারির মৃত্যুর পর

সম্পাদনা

হাসান আল-আসকারির মৃত্যুর পর, জাফর ইবনে আলি তার সম্পত্তির দাবি করেন, যদিও আল-আসকারির মা তখনও জীবিত ছিলেন।[] তিনি দাবি করেছিলেন যে তার ভাইয়ের কোন উত্তরাধিকার ছিলো না।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Reza, Saiyed Jafar (২০১২)। The Essence of Islam। Concept Publishing Company, 2012। পৃষ্ঠা 254। আইএসবিএন 9788180698323 
  2. Modarressi, Hossein (১৯৯৩)। Crisis and Consolidation in the Formative Period of Shi'Ite Islam: Abu Ja'Far Ibn Qiba Al-Razi and His Contribution to Imamite Shi'Ite Thought (পিডিএফ) (English and Arabic সংস্করণ)। Darwin Press, Incorporated (June 1, 1993)। আইএসবিএন 978-0878500956। জুন ১৬, ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ২৬, ২০২৪ 
  3. ""Regarding the one who related the existence of the Qáʼim…""Adib Masumian (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-৩০। সংগ্রহের তারিখ ২০২০-১০-১৬ 
  4. Momen, Moojan (১৯৮৫)। An Introduction to Shiʻi Islam: The History and Doctrines of Twelver Shiʻism। Yale University Press; New edition (September 10, 1987)। পৃষ্ঠা 161–163। আইএসবিএন 978-0300035315 
  5. Imam, Sayyid Imdad। "Misbah-uz-Zulam, Roots of the Karbala' Tragedy"। Ansariyan Publications - Qum।