জাফরুল ইসলাম চৌধুরী

বাংলাদেশি রাজনীতিবিদ

জাফরুল ইসলাম চৌধুরী (১৪ অক্টোবর ১৯৫০ — ৮ নভেম্বর ২০২২) ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলীয় সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[]

জাফরুল ইসলাম চৌধুরী
জাফরুল ইসলাম চৌধুরী
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী
কাজের মেয়াদ
১০ অক্টোবর ২০০১ – ২৯ অক্টোবর ২০০৬
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
১৯ মার্চ ১৯৯৬ – ২০ নভেম্বর ২০১৩
পূর্বসূরীসুলতানুল কবির চৌধুরী
উত্তরসূরীআবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৫০-১০-১৪)১৪ অক্টোবর ১৯৫০
চট্টগ্রাম জেলা
মৃত্যু৮ নভেম্বর ২০২২(2022-11-08) (বয়স ৭২)
চট্টগ্রাম
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল

প্রাথমিক ও শিক্ষা জীবন

সম্পাদনা

জাফরুল ইসলাম চৌধুরী ১৪ অক্টোবর ১৯৫০ সালে চট্টগ্রামের বাশঁখালী উপজেলায় জন্মগ্রহণ করেন।[] পড়াশুনায় তিনি বাণিজ্য বিষয়ে স্নাতক লাভ করেছিলেন।[]

কর্মজীবন

সম্পাদনা

চৌধুরী ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা সংসদ সদস্য ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।[] ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনীত হয়েছিলেন।[] ২০০৯ সালের জুনে তিনি চট্টগ্রাম দক্ষিণের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিটের আহ্বায়ক হন।[] ২০১০ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।[] নবম সংসদে তিনি বাংলাদেশ-জাতীয় সংসদীয় মৈত্রী গ্রুপে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একমাত্র সংসদ সদস্য ছিলেন।[]

তিনি এছাড়া ১৯৯৬-৯৭ সালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ছিলেন।[]

পারিবারিক জীবন

সম্পাদনা

পরিবারে তার ১ স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা আছে।

মৃত্যু

সম্পাদনা

জাফরুল ইসলাম ২০২২ সালের ৮ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বর্ষীয়ান রাজনীতিবিদ জাফরুল ইসলাম চৌধুরী আর নেই"মানবজমিন। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  2. "Constituency 292"parliament.gov.bd (ইংরেজি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "15 BNP candidates in Ctg, one for alliance"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  4. "BNP announces names of conveners, jt conveners"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  5. "Country has plunged into disastrous situation"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ মার্চ ২০১০। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  6. "10 MPs to visit Japan to meet Jica high-ups"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. ব্যুরো, চট্টগ্রাম। "বিএনপি নেতা জাফরুলের মৃত্যু"bdnews24। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২