জাপানি বটেরা

পাখির প্রজাতি

জাপানি বটেরা (বৈজ্ঞানিক নাম: Coturnix japonica) (ইংরেজি: Japanese quail) হচ্ছে Phasianidae পরিবারের Coturnix গণের একটি পাখি।

জাপানি বটেরা
Japanese quail
Golden speckled is just one of the many names for this color type of Coturnix japonica
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Aves
বর্গ: Galliformes
পরিবার: Phasianidae
উপপরিবার: Perdicinae
গণ: Coturnix
প্রজাতি: C. japonica
দ্বিপদী নাম
Coturnix japonica
Temminck & Schlegel, 1849

পুরুষ ও স্ত্রী পাখির রং একি রকম হয়। মাথার রং উজ্জ্বল হয় ও লেজ হলদে বাদামি হয়। পুরুষ পাখির বুকের পালক কালচে বাদামি ও কাল ছিটে থাকে। পুরুষরা পাখি স্ত্রী পাখির চেয়ে ছোট থাকে।

বিস্তৃতি

সম্পাদনা

এই পাখি স্থানীয় হিসাবে ভুটান, চীন, ভারত, জাপান, কোরিয়া, মঙ্গোলিয়া, মায়ানমার, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম দেখা যায়।অস্থায়ীভাবে কম্বোডিয়া, ফিলিপাইন অংশে দেখা যায়। মাঝে মাঝে ইতালি, আমেরিকায় দেখা যায়।

বর্তমান অবস্থা এবং সংরক্ষণ

সম্পাদনা

জাপানি বটেরা আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে প্রায় বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটিকে অনিশ্চিত ও অনুমান নির্ভর।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Coturnix japonica"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। ২০১২। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩