জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা) বাংলাদেশের গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে একটি স্বায়ত্তশাসিত জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি।[][][]

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি
গঠিত১৯৭৬
সদরদপ্তরজয়দেবপুর, গাজীপুর, বাংলাদেশ
যে অঞ্চলে কাজ করে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
প্রাক্তন নাম
কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট

ইতিহাস

সম্পাদনা

পাকিস্তান-জাপান কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউট হিসাবে ১৯৬০ সালে এই প্রোগ্রামটি শুরু হয়েছিল। ১৯৬৫ সালে নামটি ফার্ম মেকানিকেশন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পরিবর্তন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর সরকার অনুভব করেছিল যে এই প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ এর ফলস্বরূপ ১৯৭৬ সালে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসাবে কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে জাপান ইনস্টিটিউট থেকে সরে আসে। ২৭ জুন ১৯৮৪ সালে [] গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইনস্টিটিউটটি পুনর্গঠিত হয়।[][] ৩ এপ্রিল ২০১৩ সালে কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (সার্ডি) বিলুপ্ত করে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা হিসাবে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির সরকারী আদেশ জারী করা হয়। ২০১৪ এর জুন মাসে মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু হয়।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Sweet fragrance of season's fruits"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১৮ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭ 
  2. মোঃ শহীদুল ইসলাম (২০১২)। "কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743 
  3. Labour Inspection in Agriculture in South Asia: Proceedings and Country/resource Papers of ILO/ARPLA, South Asian Seminar on Labour Inspection in Agriculture, Karachi, 20-24 December 1987 (ইংরেজি ভাষায়)। International Labour Organization। ১৯৮৮। পৃষ্ঠা 150। আইএসবিএন 9789221066408। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭ 
  4. "Detailed design report on Central Extension Resources Development Institute in Joydebpur, Bangladesh. -"open_jicareport.jica.go.jp। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০১৭ 
  5. "এক নজরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি (নাটা)"www.nata.gov.bd। ১৬ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা