জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) বাংলাদেশের রাজধানী ঢাকা শের-এ-বাংলা নগরে অবস্থিত একটি অর্থোপেডিক হাসপাতাল। এর মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর ইনস্টিটিউট রয়েছে। আগে এই প্রতিষ্ঠানের তত্বাবধানে কৃত্তিম অঙ্গ তৈরি ও সংযোজন করা হতো। ১৯৭২ সালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে অস্থায়ী ভাবে পঙ্গু হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছিল। উদ্দেশ্য ছিল জরুরী ভিত্তিতে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করা। এটির প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন বিদেশি চিকিৎসক ডক্টর আরজে গাষ্টন। ২০০২ সালের অক্টোবরে ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) করা হয়।[১] নিটোর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুমোদিত।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান | |
---|---|
ভৌগোলিক অবস্থান | |
অবস্থান | শেরে-বাংলা নগর, ঢাকা-১২০৭, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৪৬′২৫″ উত্তর ৯০°২২′১৪″ পূর্ব / ২৩.৭৭৩৬৫৪° উত্তর ৯০.৩৭০৪৫২° পূর্ব |
সংস্থা | |
ধরন | অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠান |
অধিভুক্ত বিশ্ববিদ্যালয় | বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় |
ইতিহাস | |
সাবেক নাম | প্রতিবন্ধীদের জন্য পুনর্বাসন প্রতিষ্ঠান ও হাসপাতাল (আরআইএইচডি) |
চালু | ১৯৭২ |
এখানে মাস্টার অফ সার্জারি (এমএস) (অর্থোপেডিক্স) এবং ডি আর্থো. ডিগ্রি প্রদান করা হয়। নিটোর বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান।[২]
বিভাগ
সম্পাদনা- অর্থোপেডিকস এবং ট্রমাটোলজি
- অকুপেশনাল থেরাপি
- ফিজিওথেরাপি
- শারীরিক ওষুধ
- প্লাস্টিক সার্জারি
- অ্যানেস্থেসিওলজি
- ট্রান্সফিউশন মেডিসিন
- রোগবিদ্যা
- রেডিওলজি এবং ইমেজিং
- হৃদ্বিজ্ঞান
- সমাজ কল্যাণ[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "General Information"। Bangladesh Orthopaedic Society। ২০১৩-০৪-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি | অনুশীলন"। ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
- ↑ "বাংলাদেশ বেতার"। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।