জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (ইংরেজি: United Nations Conference on Trade and Development; সংক্ষেপে: আঙ্কটাড) জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। এটি জাতিসংঘের সাধারণ পরিষদের অধীনে উন্নয়নশীল রাষ্ট্রের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।[১]
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন | |
---|---|
সংস্থার ধরন | জাতিসংঘের আন্তঃরাষ্ট্রীয় সংস্থা |
সংক্ষিপ্ত নাম | আঙ্কটাড |
প্রধান | রেবেকা গ্রিন্সপান |
মর্যাদা | সক্রিয় |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৪ |
প্রধান কার্যালয় | জেনেভা, সুইজারল্যান্ড |
ওয়েবসাইট | আঙ্কটাড |
মাতৃ সংস্থা | জাতিসংঘ সাধারণ পরিষদ, জাতিসংঘ সচিবালয় |
ইতিহাস
সম্পাদনাউন্নয়ন দেশগুলোতে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে ১৯৬৪ সালে আঙ্কটাড প্রতিষ্ঠিত হয়।[২] আঙ্কটাডের বর্তমান সদস্য ১৯৫[৩] এবং সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বাংলাদেশ ১৯৭২ সালে আঙ্কটাড এর সদস্যপদ পায়।
সম্মেলন
সম্পাদনাআঙ্কটাড শীর্ষ সম্মেলন প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়। আঙ্কটাড এর প্রথম সম্মেলন ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন জেনেভায় অনুষ্ঠিত হয় এবং সর্বশেষ ১৫তম সম্মেলন ২০২১ সালের ৩ থেকে ৭ অক্টোবর বার্বাডোস দ্বারা আয়োজিত অনলাইনে অনুষ্ঠিত হয়।[৪]
প্রতিবেদন
সম্পাদনাআঙ্কটাড ১৯৯১ সাল থেকে প্রতিবছর ‘বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন’ প্রকাশ করে আসছে।
আঙ্কটাড প্রকাশিত প্রতিবেদনসমূহ হলো:
মহাসচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা
সম্পাদনাআঙ্কটাডের বর্তমান মহাসচিব কোস্টারিকার রেবেকা গ্রিন্সপান। তিনি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ৪ বছরের জন্য নিযুক্ত হন। তিনি আঙ্কটাড এর ইতিহাসে প্রথম নারী মহাসচিব।[৭]
তালিকা
সম্পাদনাক্রম | নাম | মেয়াদকাল | দেশ | মন্তব্য |
---|---|---|---|---|
১ | রাহুল প্রেবিশ | ১৯৬৩ - ১৯৬৯ | আর্জেন্টিনা | |
২ | ম্যানুয়েল পেরেজ-গুয়েরো | ১৯৬৯ - ১৯৭৪ | ভেনিজুয়েলা | |
৩ | গামানি কোরিয়া | ১৯৭৪-১৯৮৪ | শ্রীলঙ্কা | |
৪ | অ্যালিস্টার ম্যাকইনটায়ার | ১৯৮৫ | গ্রেনাডা | ভারপ্রাপ্ত কর্মকর্তা |
৫ | কেনেথ কেএস ড্যাজি | ১৯৮৬-১৯৯৪ | ঘানা | |
৬ | কার্লোস ফোর্টিন | ১৯৯৪-১৯৯৫ | চিলি | ভারপ্রাপ্ত কর্মকর্তা |
৭ | রুবেনস রিকুপেরো | ১৯৯৫-২০০৪ | ব্রাজিল | |
৮ | কার্লোস ফোর্টিন | ২০০৪-২০০৫ | চিলি | ভারপ্রাপ্ত কর্মকর্তা |
৯ | সুপাচাই পানিচপাকদি | ১ সেপ্টেম্বর ২০০৫ - ৩০ আগস্ট ২০১৩ | থাইল্যান্ড | |
১০ | মুখিসা কিতুয়ি | ১ সেপ্টেম্বর ২০১৩ - ১৫ ফেব্রুয়ারি ২০২১ | কেনিয়া | |
১১ | ইসাবেল ডুরেন্ট | ১৫ ফেব্রুয়ারি ২০২১ - ১৩ সেপ্টেম্বর ২০২১ | বেলজিয়াম | ভারপ্রাপ্ত কর্মকর্তা |
১২ | রেবেকা গ্রিন্সপান | ১৩ সেপ্টেম্বর ২০২১ - বর্তমান | কোস্টারিকা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "About"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "History"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Membership"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "15th Conference"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "World Investment Report"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Trade and Development Report"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ "Secretary General"। unctad.org। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২৩।