জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ

জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ (ইংরেজি: Judgment at Nuremberg হল স্ট্যানলি ক্রেমার প্রযোজিত ও পরিচালিত মার্কিন আদালত কক্ষ সম্পর্কিত নাট্য চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন স্পেন্সার ট্রেসি, বার্ট ল্যাঙ্কেস্টার, রিচার্ড উইডমার্ক, মারলেনে ডিট্রিশ, জুডি গারল্যান্ড, ম্যাক্সিমিলিয়ান শেল, ও মন্টগামারি ক্লিফট। ১৯৪৮ সালের নুরেমবার্গের পটভূমিতে নির্মিত চলচ্চিত্রে ১৯৪৭ সালের বিচারকদের বিচারপ্রক্রিয়ার কাল্পনিক চিত্রায়ন করা হয়েছে।

জাজমেন্ট অ্যাট নুরেমবার্গ
Judgment at Nuremberg
পরিচালকস্ট্যানলি ক্রেমার
প্রযোজকস্ট্যানলি ক্রেমার
চিত্রনাট্যকারঅ্যাবি মান
শ্রেষ্ঠাংশে
সুরকারআর্নেস্ট গোল্ড
চিত্রগ্রাহকআর্নেস্ট লাৎজলো
সম্পাদকফ্রেডরিক নুটসন
প্রযোজনা
কোম্পানি
রক্সলম ফিল্মস
পরিবেশকইউনাইটেড আর্টিস্ট্‌স
মুক্তি
স্থিতিকাল১৭৯ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
জার্মান
নির্মাণব্যয়$৩ মিলিয়ন[]
আয়$১০ মিলিয়ন[]

চলচ্চিত্রটি ১১টি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ উপযোগকৃত চিত্রনাট্য বিভাগে দুটি পুরস্কার লাভ করে। ২০১৩ সালে লাইব্রেরি অব কংগ্রেস চলচ্চিত্রটিকে "সাংস্কৃতিক, ঐতিহাসিক, বা নান্দনিকভাবে গুরুত্বপূর্ণ" বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় চলচ্চিত্র রেজিস্ট্রিতে সংরক্ষণের জন্য নির্বাচন করে।[]

কুশীলব

সম্পাদনা
  • স্পেন্সার ট্রেসি - প্রধান বিচারপতি ড্যান হেউড
  • বার্ট ল্যাঙ্কেস্টার - বিবাদী ডক্টর আর্নস্ট জ্যানিং
  • রিচার্ড উইডমার্ক - প্রসিকিউটর কর্নেল ট্যাড লসন
  • ম্যাক্সিমিলিয়ান শেল - প্রতিরক্ষা কাউন্সেল হান্স রোফ
  • ভের্নার ক্লেম্পেরার - বিবাদী এমিল হান
  • মারলেনে ডিট্রিশ - ফ্রাউ বের্টহল্ট
  • মন্টগামারি ক্লিফট - রুডলফ পিটারসন
  • জুডি গারল্যান্ড - আইরিন হফম্যান-ওয়ালনার
  • হাওয়ার্ড কেইন - হুগো ওয়ালনার, আইরিনের স্বামী
  • উইলিয়াম শ্যাটনার - ক্যাপ্টেন হ্যারিসন বায়ার্স
  • জন ওয়েনগ্রাফ - মাননীয় বিচারক ডক্টর কার্ল ভিয়েক, ওয়াইমার জার্মানির সাবেক আইনমন্ত্রী
  • কার্ল সোয়েনসন - ডক্টর হাইনরিখ গ্যোটার, ফেল্ডেনস্টাইনের আইনজীবী
  • বেন রাইট - হের হালবেৎজার্ট, হেউডের গৃহভৃত্য
  • ভার্জিনিয়া ক্রিস্টিন - মিসেস হালবেৎজার্ট, হেউডের গৃহপরিচারিকা
  • এডওয়ার্ড বিন্স - সিনেটর বার্কেট
  • টরবেন মেয়ার - বিবাদী ভের্নার লাম্পে
  • মার্টিন ব্র্যান্ট - বিবাদী ফ্রিডরিখ হফস্টেটার
  • কেনেথ ম্যাকেনা - বিচারক কেনেথ নরিস
  • রে টিল - বিচারক কার্টিস আইভস
  • অ্যালান ব্যাক্সটার - ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট মেরিন
  • জোসেফ বার্নার্ড - মেজর অ্যাব রাডনিৎজ, লসনের সহকারী
  • ওলগা ফাবিয়ান - মিসেস এলস লিন্ডনো, ফেল্ডেনস্টাইনের মামলার প্রত্যক্ষদর্শী
  • অটো ভাল্ডিস - পোল
  • পল বুশ - স্মিট
  • বার্নার্ড কেটস - মাক্স পারকিন্স

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
একাডেমি পুরস্কার[]
গোল্ডেন গ্লোব পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. স্কট, জন এল. (১৪ ডিসেম্বর ১৯৬১)। "West Berlin Reaction on 'Nuremberg' Awaited"। লস অ্যাঞ্জেলেস টাইমস: Part IV, p. 7। 
  2. বালিও, টিনো (১৯৮৭), United Artists: The Company That Changed the Film Industry, উইসকনসিন বিশ্ববিদ্যালয় প্রেস, পৃ. ১৪৫।
  3. "Judgment at Nuremberg (1961) - Financial Information"দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "Library of Congress announces 2013 National Film Registry selections" (সংবাদ বিজ্ঞপ্তি)। Washington Post। ডিসেম্বর ১৮, ২০১৩। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "The 34th Academy Awards - 1962"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:স্ট্যানলি ক্রেমার