জাগীরোড বিধানসভা কেন্দ্র

আসামের বিধানসভা কেন্দ্র

জাগীরোড বিধানসভা উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিধানসভার ১২৬টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম। এই আসনটি তপসিলি জাতির সদস্যের জন্য সংরক্ষিত।[][] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭৮ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো অসম গণ পরিষদ (চার বার)।

জাগীরোড
বিধানসভা কেন্দ্র
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৭৯ নং চিহ্নিত কেন্দ্রটি জাগীরোড
আসামের ১২৬ টি বিধানসভা কেন্দ্রের ৭৯ নং চিহ্নিত কেন্দ্রটি জাগীরোড
দেশ ভারত
রাজ্যআসাম
বিভাগকেন্দ্রীয় আসাম
জেলামরিগাঁও
কেন্দ্র নং.৭৯
লোকসভা কেন্দ্র১০. নগাঁও
নির্বাচনী বছর২,৩৮,৩৯১ (২০২১)

ভোটার পরিসংখ্যান

সম্পাদনা

২০২১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ২,৩৮,৩৯১ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,২০,৬২৮ জন এবং নারী ভোটার ১,১৭,৭৪৫ জন। এছাড়াও আঠারোজন নথিভূক্ত ভোটার নিজেদের তৃতীয় লিঙ্গ বলে উল্লেখ করেছেন। জাগীরোড বিধানসভা কেন্দ্রে ২০২১ ভোটার লিঙ্গানুপাত ৯৭৬।

২০১৬ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ছিলো ২,০১,৬৪৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ১,০২,৮৮৫ জন এবং নারী ভোটার ৯৮,৭৫৮ জন। আবার ২০১১ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট যোগ্য ভোটারের সংখ্যা ১,৭৮,১৪৮ জন যার মধ্যে পুরুষ ভোটার ৯০,৩১৯ জন এবং নারী ভোটার ৮৭,৮২৯ জন।[]

বিধানসভার সদস্য

সম্পাদনা
নির্বাচন[] বিধায়ক দল সময়কাল
২০২১ পীযূষ হাজারিকা বিজেপি ২০১৬-বর্তমান
২০১৬
২০১১ বিবেকানন্দ দোলুই আইএনসি ২০১১-১৬
২০০৬
২০০১ বুবুল দাস অগপ ১৯৯১-২০০৬
১৯৯৬
১৯৯১
১৯৮৫ মোতিরাম দাস ১৯৮৫-৯১
১৯৭৮ প্রসাদ চন্দ্র দোলুই আইএনসি ১৯৭৮-৮৫

নির্বাচনী ফলাফল

সম্পাদনা

২০২১ ফলাফল

সম্পাদনা
আসাম বিধানসভা নির্বাচন, ২০২১ : জাগীরোড[]
দল প্রার্থী ভোট % ±%
বিজেপি পীযূষ হাজারিকা ১,০৬,৬৪৩ ৫৩.৫৪%
কংগ্রেস স্বপন কুমার মন্ডল ৭৭,২৩৯ ৩৮.৭৮%
এএসএমজেটিওয়াইপি বুবুল দাস ১২,৮১৫ ৬.৪৩% অপ্রযোজ্য
বি গণ পি সুকান্ত মজুমদার ৯০৩ ০.৪৫% অপ্রযোজ্য
উপরের কোনোটিই নয় উপরের কোনোটিই নয় ১,৫৯৫ ০.৮০%
জয়ের ব্যবধান ২৯,৪০৪ ১৪.৭৬%
ভোটার উপস্থিতি ১,৯৯,১৯৫ ৮৩.৩৮%
বিজেপি নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (পিডিএফ)। The Election Commission of India। পৃষ্ঠা 42, 72। ৫ অক্টোবর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৬ 
  2. "About Jagiroad constituency"Election.in (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২১ 
  3. https://www.news18.com/assembly-elections-2021/assam/jagiroad-election-result-s03a079/
  4. "List of Wiining MLA's from Jagiroad Till Date"। elections.in। সংগ্রহের তারিখ অক্টো ১৬, ২০২১ 
  5. "AC_Wise Final Result as per Form 21E"CEO Assam (ইংরেজি ভাষায়)।