জাকারিয়া জ্যানসেন
জাকারিয়া জ্যানসেন (/ˈdʒænsən/, Zacharias Janssen বা Sacharias Jansen) (১৫৮৫ – pre-1632[১]) সর্বপ্রথম আবিষ্কৃত আলোক দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারকদের মধ্যে অন্যতম ডাচ উপনেত্রকর । প্রায়শই তাকে যৌগিক অণুবীক্ষণযন্ত্রেরও উদ্ভাবক মনে করা হয়। অণুবীক্ষণযন্ত্র ও দূরবীক্ষণযন্ত্রের উৎপত্তির উৎস প্রায় সমরূপ হওয়ায় বিতর্কটি আরো প্রবল হয়।
জাকারিয়া জ্যানসেন | |
---|---|
জন্ম | ১৫৮৫ (১৫৮০) |
মৃত্যু | given as before 1632 (মতান্তরে ১৬৩৮) আমস্টারডাম |
জাতীয়তা | ডাচ |
অন্যান্য নাম | শচারিয়া জ্যানসেন |
পেশা | উপনেত্রকর (sometimes counterfeiter) |
পরিচিতির কারণ | অণুবীক্ষণ ও দূরবীক্ষণযন্ত্রের সম্ভাব্য আবিষ্কারক (মরণোত্তর দাবি) |
ঐতিহাসিক প্রমাণ
সম্পাদনাদ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্যাপক অনুসন্ধানের ভিত্তিতে জ্যানসনের জীবনীর কিছু গুরুত্বপূর্ণ দিক নথিভুক্ত করা হয়েছিল। ১৯৪০ সালের ১৭ই মে নেদারল্যান্ডসে নাৎসি বাহিনীর আক্রমণকালে মিডেলবার্গে বোমা হামলার ফলে মিডেলবার্গ সংগ্রহশালার অনেক সংগ্রহ ধ্বংস হয়ে গিয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ birth dates range from 1580 to 1588, death given as late as 1638