জলপাইগুড়ি সরকারি প্রকৌশল মহাবিদ্যালয়
জলপাইগুড়ি সরকারি প্রকৌশল কলেজ (স্বায়ত্তশাসিত) , জেজিইসি হিসাবে স্বীকৃত, প্রযুক্তিগত শিক্ষার জন্য পশ্চিমবঙ্গের একটি প্রধান প্রতিষ্ঠান। উত্তবঙ্গ এর আটটি জেলার বিভাগীয় সদর দপ্তর জলপাইগুড়ি -তে অবস্থিত কলেজটি [১] ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি ছয়টি শাখায় স্নাতক ডিগ্রি (বি.টেক) এবং ইঞ্জিনিয়ারিং এর দুটি শাখায় স্নাতকোত্তর ডিগ্রি (এম.টেক) প্রদান করে। JGECর ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের JGECians বা Jolites 'হিসাবে উল্লেখ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি প্রকৌশল কলেজগুলির মধ্যে, জে.জি.এ.সির ক্যাম্পাস সবচেয়ে বড় (165 একর)। JGEC এর বিখ্যাত উৎসবগুলির মধ্যে রয়েছে 'জে সি এল এ টি' '(সামাজিক ও সাংস্কৃতিক উৎসব) এবং' 'সৃষ্টি' ' যা কিনা (উত্তরবঙ্গ এর বৃহত্তম প্রযুক্তি ব্যবস্থাপনা উৎসব।
জলপাইগুড়ি সরকারি প্রকৌশল মহাবিদ্যালয় जलपाईगुड़ी सरकारी अभियांत्रिकी महाविद्यालय | |
প্রাক্তন নামসমূহ | জলপাইগুড়ি এঞ্জিনিয়ারিং কলেজ |
---|---|
ধরন | সরকারি, স্বশাসিত |
স্থাপিত | ১৯৬১ |
চেয়ারম্যান | প্রফেসর ডঃ সোমনাথ ঘোষ |
অধ্যক্ষ | প্রফেসর ডঃ অমিতাভ রায় |
অ্যাসিস্ট্যান্ট প্রোক্টর | বিবেকানন্দ বিশ্বাস |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১০০ |
শিক্ষার্থী | ১৬০০ |
অবস্থান | কলেজ হল্ট, জাতীয় সড়ক-৩১, জলপাইগুড়ি , , ২৬°৩২′৪৭″ উত্তর ৮৮°৪২′১৩″ পূর্ব / ২৬.৫৪৬৩৯° উত্তর ৮৮.৭০৩৬১° পূর্ব |
শিক্ষাঙ্গন | ১৬৫ একর (০.৭ কিমি২) |
Acronym | JGEC |
পোশাকের রঙ | Red, White and Dark green |
সংক্ষিপ্ত নাম | Jolu (জলু) |
ক্রীড়া | ক্রিকেট, ফুটবল |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনাপ্রশাসন
সম্পাদনাভৌগোলিক অবস্থান
সম্পাদনাষিক্ষা
সম্পাদনাস্নাতক পর্যায়ের শিক্ষা
সম্পাদনাস্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা
সম্পাদনাস্বীকৃতি এবং র্যাঙ্কিং
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "JALPAIGURI GOVT. ENGINEERING COLLEGE | Jalpaiguri District, Govt of West Bengal | India" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৭।