জর্দি মাসিপ
স্পেনীয় ফুটবলার
জর্দি মাসিপ, যার পূর্ণনামঃ জর্দি মাসিপ লোপেজ, (জন্মঃ ০৩ জানুয়ারি ১৯৮৯) একজন স্প্যানিশ ফুটবলার যিনি স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদ এর হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন। তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন বার্সেলোনা বি এর হয়ে। ২০১৪ সালে তাকে বার্সেলোনার মূল দলে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৭ সালে মাসিপ বিনামূল্যের দলবদলে রিয়াল ভায়াদোলিদ এ যোগ দেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জর্দি মাসিপ লোপেজ | ||
জন্ম | ৩ জানুয়ারি ১৯৮৯ | ||
জন্ম স্থান | সাবাদেয়, স্পেন | ||
উচ্চতা | ১.৮০ মি (৫ ফু ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | রিয়াল ভায়াদোলিদ | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
২০০৩-২০০৪ | মেরকানতিল | ||
২০০৪-২০০৮ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৮-২০১৪ | বার্সেলোনা বি | ৭৯ | (০) |
২০০৮-২০০৯ | → ভিলাহুইগা(ধারে) | ২৪ | (০) |
২০১৪–২০১৭ | বার্সেলোনা | ০ | (০) |
২০১৭– | ভায়াদোলিদ | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৪-২০০৬ | স্পেন অনূর্ধ্ব-১৭ | ১১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১ জুলাই ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৮ ডিসেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক। |
তিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে এগারটি ম্যাচ খেলেছেন।
ক্লাব্ব পরিসংখ্যান
সম্পাদনা- ১ জুলাই ২০১৭ পর্যন্ত হালনাগাদকৃত।
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | ইউরোপ | অন্যান্য | মোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ভিলাহুইগা(ধারে) | ২০০৮-০৯ | ২৪ | ০ | — | ২৪ | ০ | |||||
মোট | ২৪ | ০ | — | ২৪ | ০ | ||||||
বার্সেলোনা বি | ২০০৮-০৯ | ০ | ০ | — | ০ | ০ | |||||
২০০৯-১০ | ৩ | ০ | — | ৩ | ০ | ||||||
২০১০-১১ | ১২ | ০ | — | ১২ | ০ | ||||||
২০১১-১২ | ৯ | ০ | — | ৯ | ০ | ||||||
২০১২-১৩ | ২১ | ০ | — | ২১ | ০ | ||||||
২০১৩-১৪ | ৩৪ | ০ | — | ৩৪ | ০ | ||||||
মোট | ৭৯ | ০ | — | ৭৯ | ০ | ||||||
বার্সেলোনা | ২০১৪-১৫ | ১ | ০ | ১ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ০ |
২০১৫-১৬ | ০ | ০ | ২ | ০ | ০ | ০ | ০ | ০ | ২ | ০ | |
২০১৬-১৭ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | |
মোট | ১ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ০ | |
সর্বমোট | ১০৪ | ০ | ৩ | ০ | ০ | ০ | ০ | ০ | ১০৭ | ০ |
অর্জন
সম্পাদনা- বার্সেলোনা
- লা লিগা (২): ২০১৪-১৫, ২০১৫-১৬
- কোপা দেল রে (৩): ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭
- স্পেনীয় সুপার কাপ (১): ২০১৬
- উয়েফা চ্যাম্পিয়নস লীগ (১): ২০১৪-১৫
- ফিফা ক্লাব বিশ্বকাপ (১): ২০১৫
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- BDFutbol profile
- Futbolme profile (স্পেনীয়)