জর্জ রবিনসন, রিপনের ১ম মার্কেস

ব্রিটিশ রাজনীতিবিদ

জর্জ ফ্রেডেরিক স্যামুয়েল রবিনসন, ১ম মার্কাস অফ রিপন, কেজি, জিসিএসআই, সিআইই, ভিডি, পিসি (২৪ অক্টোবর ১৮১৭ - ৯ জুলাই ১৯০৯) ভাইকাউন্ট গডেরিচ হিসাবে ১৮৩৩ থেকে ১৮৫৯ পর্যন্ত এবং ১৮৫৯ সালে আর্ল অফ রিপন হিসাবে এবং আর্ল ডি গ্রে এন্ড রিপন হিসাবে এবং ১৮৫৯ থেকে ১৮৭১ সাল পর্যন্ত পরিচিত ছিলেন। একজন ব্রিটিশ রাজনীতিবিদ হিসাবে তিনি ১৮৬১ সাল থেকে মৃত্যুর আগের বছর পর্যন্ত প্রতিটি লিবারেল মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন। ১৯০৯ সালে আটচল্লিশ বছর পরে তার মৃত্যু হয়।

মার্কাস অফ রিপন
লিডার অফ দ্য হাউস অফ লর্ডস
কাজের মেয়াদ
১৯০৫ – ১৯০৮
সার্বভৌম শাসকএডওয়ার্ড সপ্তম
প্রধানমন্ত্রীস্যার হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান
পূর্বসূরীল্যানসডাউনের মারকুইস
উত্তরসূরীক্রুয়ের আর্ল
ভাইসরয় এবং ভারতের গভর্নর জেনারেল
কাজের মেয়াদ
১৮৮০ – ১৮৮৪
সার্বভৌম শাসকরানী ভিক্টোরিয়া
পূর্বসূরীল্যানসডাউনের মারকুইস
উত্তরসূরীডাফেরিনের আর্ল
লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল
কাজের মেয়াদ
৯ ডিসেম্বর ১৮৬৮ – ৯ অগাস্ট ১৮৭৩
সার্বভৌম শাসকরানী ভিক্টোরিয়া
প্রধানমন্ত্রীউইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোন
পূর্বসূরীমার্লবরোর ডিউক]
উত্তরসূরীহেনরি ব্রুস
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮২৭-১০-২৪)২৪ অক্টোবর ১৮২৭
১০ ডাউনিং স্ট্রিট, লন্ডন
মৃত্যু৯ জুলাই ১৯০৯(1909-07-09) (বয়স ৮১)
জাতীয়তাব্রিটিশ
রাজনৈতিক দললিবারেল
দাম্পত্য সঙ্গীহেনরিটা ভাইনার (১৮৩৩–১৯০৭)

পটভূমি এবং শিক্ষা

সম্পাদনা

রিপন জন্মগ্রহণ করেছিলেন লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে, এফ জে রবিনসন, প্রথম ভিসকাউন্ট গডেরিচ (যিনি ১৮৩৩ সালে রিপনের আর্ল তৈরি করেছিলেন) ও তার স্ত্রী রবার্ট হোবার্ট, বাকিংহামশায়ারের চতুর্থ আর্ল-এর কন্যা লেডি সারাহ হোবার্টের দ্বিতীয় পুত্র হিসাবে। তিনি বেসরকারীভাবে পড়াশোনা করেছিলেন, স্কুল বা কলেজেই পড়তেন না।[]

১৮৭০ সালে তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ডিসিএল-এর সম্মানসূচক ডিগ্রি প্রদান করে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. White, Geoffrey H., সম্পাদক (১৯৪৯)। The Complete Peerage, Volume XI। St Catherine's Press। পৃষ্ঠা 4। 
  2. Foster, Joseph (১৮৮৮)। Alumni Oxonienses, 1715–1886। Oxford University Press। পৃষ্ঠা 1213। 

বহিঃসংযোগ

সম্পাদনা