জয় বাংলা, বাংলার জয়

গাজী মাজহারুল আনোয়ার রচিত একটি গান যা মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল
(জয় বাংলা বাংলার জয় থেকে পুনর্নির্দেশিত)

জয় বাংলা, বাংলার জয় একটি দেশাত্ববোধক ও জাগরণমূলক গান। ১৯৭০ সালের মার্চে গাজী মাজহারুল আনোয়ার এই গানটি রচনা করেন।[] তিনি তৎকালীন সাড়ে সাত কোটি বাঙালির বঞ্চনা-দুর্দশা আর স্বপ্ন-আকাঙ্ক্ষাকে ছন্দময় করে গানটি রচনা করেছিলেন। গানটি মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল।

"জয় বাংলা, বাংলার জয়"
শাহনাজ রহমতুল্লাহআব্দুল জব্বার কর্তৃক সঙ্গীত
মুক্তিপ্রাপ্ত১৯৭০
রেকর্ডকৃত১৯৭০
ধারাদেশাত্ববোধক
লেখকগাজী মাজহারুল আনোয়ার

বিবিসির জরিপে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান’ হিসেবে ২০টি গানের মধ্যে এই গানটি ১৩তম স্থান পায়।[]

পটভূমি

সম্পাদনা

১৯৭০ সালে ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আবুল খায়ের ছয় দফার আন্দোলনের ওপর ভিত্তি করে ‘জয় বাংলা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করার উদ্যোগ নেন। চলচ্চিত্রের জন্য চিত্রপরিচালক ফকরুল আলম চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি করেন এবং চলচ্চিত্রটির জন্য গান লেখার দায়িত্ব পান গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।[] []

১৯৭০ সালের মার্চের দিকে ফার্মগেটের রেকর্ডিং স্টুডিওতে গাজী মাজহারুল আনোয়ার ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি লেখা শুরু করেন।[] সেখানে উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ, তিনি গানটি সুর করেন। শাহনাজ বেগমআব্দুল জব্বার গানটিতে কণ্ঠ দেন।

চলচ্চিত্রটি সে বছর সেন্সরে জমা পড়লেও তৎকালীন পাকিস্তান সরকার চলচ্চিত্রটির মুক্ত আটকে দিলে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালের ২৬ জানুয়ারি মুক্তি পায় চলচ্চিত্রটি।

তবে চলচ্চিত্রটি মুক্তির আগেই পরিচালক সালাউদ্দিনের মালিকানাধীন ‘ঢাকা রেকর্ড’ চলচ্চিত্রটির গান ও সংলাপ প্রকাশ করে।[] সেই সময় ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি জনপ্রিয় হয় উঠে।

মুক্তিযুদ্ধে ব্যবহার

সম্পাদনা

মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও দেশবাসীর মনোবলকে উদ্দীপ্ত করতে "স্বাধীন বাংলা বেতার কেন্দ্র" অবিস্মরণীয় ভূমিকা রেখেছিল। যুদ্ধের সময়ে প্রতিদিন মানুষ অধীর আগ্রহে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শোনার জন্য অপেক্ষা করত। “জয় বাংলা, বাংলার জয়” গানটি এ বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত হিসাবে প্রচারিত হতো।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "'জয় বাংলা, বাংলার জয়'"বাংলাদেশ প্রতিদিন। ১২ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  2. "সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান"www.bbc.com। ৩ মে ২০০৬। 
  3. মীর শামসুল আলম (১৮ ডিসেম্বর ২০১৪)। "চলচ্চিত্রে জয় বাংলা"বণিক বার্তা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. আমাদের 'জয় বাংলা', প্রথম আলো, ২১ মার্চ ২০১৪
  5. গাজী মাজহারুল আনোয়ার (১৩ ডিসেম্বর ২০১৮)। "জয় বাংলা বাংলার জয়"সমকাল। ২০ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৯ 
  6. মুহাম্মদ নূরুল কাদির, দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, ১৯৯৭, ৩য় সংস্করণ, সিটি পাবলিশিং হাউস লি:, ঢাকা। পৃ: ৭৩।