জপসা ইউনিয়ন
জপসা ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
জপসা | |
---|---|
ইউনিয়ন | |
জপসা ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে জপসা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৫২″ উত্তর ৯০°২৪′১৫″ পূর্ব / ২৩.২৯৭৭৮° উত্তর ৯০.৪০৪১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | শরীয়তপুর জেলা |
উপজেলা | নড়িয়া উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
জপসা ইউনিয়ন নড়িয়া উপজেলার মধ্যে একটি অন্যতম ইউনিয়ন । এই ইউনিয়নের জীবনধারনের অবস্থা স্বাভাবিক । এখানে শিক্ষার হার খুবই ভাল। সবুজ মনোমুগ্ধকর পরিবেশে জপসা ইউনিয়ন পরিবেষ্টিত|
হাট-বাজার
সম্পাদনাজপসা ইউনিয়ন এ মোট পাচটি হাট বাজার রয়েছেে,এর মধ্যে সব চেয়ে বড় হাট ভোজেশ্বর বাজার প্রায় 200 বছরের এই হাটে দুইটি জেলার মানুষ প্রতিনিয়ন আসে। এ ছাড়া ইউনিয়ন এর মূল ভুখন্ডে রয়েছে আরো চারটি হাট,লক্ষীপুর বাজার,মেলকার কান্দি বাজার,শহিদ সামাদ বাজার ও মীর কান্দাপাড়া বাজার,এখানে উল্লেখ্য লক্ষীপুর বাজারে খাটি গরুর দুধের চা পাওয়া যায় |
বিশেষ অর্জন
সম্পাদনাজপসা ইউনিয়ন এর চেয়ারম্যান প্রতি বছর একটি বাড়ি একটি খামার প্রকল্পে জেলার শ্রেষ্ট হয় এবং শহীদ আবদুস ছামাদ উচ্চ বিদ্যালয় ফুটবল খেলায় জেলার শ্রেষ্ট ফুটবল টিম নির্বাচিত হয় |
অবস্থান ও সীমানা
সম্পাদনানড়িয়া উপজেলা থেকে ৬.৫ কিলোমিটার দূরে অবস্থিত জপসা ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার |
জপসা ইউনিয়নের পূর্বে ভোজেশ্বর ইউনিয়ন ও ফতেজংপুর ইউনিয়ন, উত্তরে মোক্তারের চর ইউনিয়ন, পশ্চিমে নশাসন ইউনিয়ন এবং দক্ষিণ শরিয়তপুর সদর উপজেলা |
ইতিহাস
সম্পাদনাজপসা ইউনিয়ন কালের স্বাক্ষী বহন কারী কৃত্বিনাসা নদীর তীরে অবস্থিত। কাল পরিক্রমায় জপসা ইউনিয়ন আজ শিক্ষা দিক্ষা,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে |
এ ইউনিয়নে বসবাসকৃত জনগোষ্ঠী বাঙালি এবং সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে মিলেমিশে শান্তিতে বসবাস করছেন |
জনপ্রিয় ব্যক্তিত্ব
সম্পাদনাজপসা ইউনিয়নে তেমন কোন প্রখ্যাত ব্যক্তিত্ব নেই।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাজপসা ইউনিয়নে ২২ টি গ্ৰাম রয়েছে যা ৯ টি ওয়ার্ডে বিভক্ত |
১ জন চেয়ারম্যান, ১ জন সচিব , ৯ জন মহল্লাদার, ১ জন দফাদার রয়েছে, উদ্যক্তা এবং কিছু গ্ৰাম পুলিশের সমন্বয়ে পরিষদ পরিচালিত হয় |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাজপসা ইউয়নিয়নের আয়তন প্রায় ১০.৭০ বর্গ কিলোমিটার |
ইউনিয়নের লোকসংথ্যা প্রায় ১৮,৫২৯ জন |
শিক্ষা
সম্পাদনাইউনিয়নে শিক্ষার হার ভালো তবে সঠিক শিক্ষার হার জানা যায় নি।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাসরকারি প্রাথমিক বিদ্যালয় ৮ টি, কিছু কিন্ডার গার্ডেন স্কুল, উচ্চবিদ্যালয় ১টি, মাদ্রাসা ৫ টি রয়েছে।
উল্লেখ্য যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:
- শহীদ আবদুস ছামাদ উচ্চ বিদ্যালয়
- পশ্চিম জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চর জপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জপসা মীরকান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পালের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- একান্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চরভোজেশ্বর শেখপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- গৌরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
অনান্য প্রতিষ্ঠান-
মুসলমানদের জন্য গ্ৰামে গ্ৰামে মসজিদ,অনান্য ধর্মাবলম্বীদের জন্য মন্দির, গির্জা রয়েছে | ইউনিয়নে কিছু কবরস্থান ও শসান রয়েছে |
কিছু সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন বা প্রতিষ্ঠান রয়েছে |
দর্শনীয় স্থান
সম্পাদনাজপসা ইউনিয়ন এর দর্শনীয় স্থান হলো চেয়ারম্যান এর মৎস প্রজেক্ট পাড় ও শেখপুরা কান্দি মৎস প্রজেক্ট এখানে প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা মানুষ মুক্ত বাতাশে ঘুরে বেড়াতে আসে।
জীবন-জীবিকা
সম্পাদনাজপসা ইউনিয়নের মানুষের আয়ের প্রধান উৎস কৃষি ও রেমিট্যান্স | অনেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন: সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কর্মরত আছেন | এ আয়ের মাধ্যমে তাদের পরিবার ও দেশের উন্নতি সাধিত হয় | এছাড়াও অনেকে কৃষক,শ্রমিক, ব্যবসায়ী ছাড়াও ভিন্ন ভিন্ন উপায়ে জীবিকার সন্ধান করে দেশের অর্থনীতি তবে অবদান রাখছেন |
খাল-বিল নদী
সম্পাদনাজপসা ইউনিয়ন এর উপর দিয়ে বয়ে গেছে কৃর্তিনাশা নদী এই নদী পদ্মা নদী হয়ে আড়িয়াল খা নদে গিয়ে মিশেছে, এই নদীর পানি জোয়ার ভাটায় একই দিকে অগ্রসর হয়। মোট বড় দুইটি খাল রয়েছে ।
তাছাড়া জপসায় বিল রয়েছে।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান : জনাব আনোয়ার হোসেন মাদবর
বর্তমান ইউপি সচিব : জনাব মোঃ: আনছার আলী
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | আনোয়ার হোসেন মাদবর | ২০১২-২০১৭ |
০২ | শওকত হোসেন বয়াতী | ২০১৭-২০২১ |
০৩ | নজরুল ইসলাম | অজানা |
০৪ | সামচুল হক হাওলাদার | অজানা |
০৫ | ছমেদ মাদবর | অজানা |
০৬ | তালেব আলী মাদবর | অজানা |
০৭ | আজাহার শরীফ | অজানা |
০৮ | ইয়ার উদ্দিন বয়াতী | অজানা |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জপসা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
- ↑ "নড়িয়া উপজেলা"। বাংলাপিডিয়া। ২৯ জানুয়ারি ২০১৫। ৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |