জন জ্যাকসন (দক্ষিণ পূর্ব ডার্বিশায়ারের সংসদ সদস্য)

ব্রিটিশ রাজনীতিবিদ

ফ্র্যাঙ্ক লসন জন জ্যাকসন ওবিই (১২ জুন ১৯১৯ - ২৯ মার্চ ১৯৭৬) ছিলেন একজন ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ যিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত সংসদ সদস্য (এমপি) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

জ্যাকসন ১৯৫৫ সালের সাধারণ নির্বাচনে দক্ষিণ পূর্ব ডার্বিশায়ারের লেবার -অধিষ্ঠিত প্রান্তিক নির্বাচনী এলাকায় অসফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন, বর্তমান লেবার এমপি আর্থার চ্যাম্পিয়নের কাছে ১,৫৮১ ভোটে হেরে যান। ১৯৫৯ সালের সাধারণ নির্বাচনে, তিনি চ্যাম্পিয়নকে পরাজিত করেন, মাত্র ১২ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসনটি দখল করেন।

১৯৬৪ সালের সাধারণ নির্বাচনে জ্যাকসন এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, যখন ট্রেভর পার্ক লেবার হয়ে দক্ষিণ পূর্ব ডার্বিশায়ার জয় করেন। জ্যাকসন কখনই হাউস অফ কমন্সে ফিরে আসেননি।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা