জন ও’শি

আইরিশ ফুটবলার

জন ফ্রান্সিস ও'শি (জন্ম এপ্রিল ৩০ ১৯৮১ ওয়াটারফোর্ড, আয়ারল্যান্ড) একজন পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে খেলে থাকেন।

জন ও’শি
২০১৩ সালের সেপ্টেম্বরে জন ও'শি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জন ফ্রান্সিস ও'শি
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান ডিফেন্ডার
মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ম্যানচেস্টার ইউনাইটেড
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
ম্যানচেস্টার ইউনাইটেড
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
১৯৯৯-
২০০০
২০০১
ম্যানচেস্টার ইউনাইটেড
বোর্নমাউথ (ধার)
রয়াল অ্যান্টওয়ার্প (ধার)
১৬৭ (৯)
0১০ (১)
0১৪ (০)
জাতীয় দল
২০০১- প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড 0৩৯ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 22 August 2007 তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 18:43, 7 April 2007 (UTC) তারিখ অনুযায়ী সঠিক।

ক্যারিয়ার

সম্পাদনা

স্কুল জীবন শেষে ও'শি ওয়াটারফোর্ড ছেড়ে স্থানীয় ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি ম্যানচেস্টারে পাড়ি জমান ও ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে যোগ দেন। ১৭ বছর বয়সে ক্লাবের সাথে পেশাদার ফুটবলের জন্য চুক্তি করেন। ১৯৯৯ সালে অ্যাস্টন ভিলার বিপক্ষে তার অভিষেক ঘটে। পরে তিনি ধারে বোর্নমাউথ ও রয়াল অ্যান্টওয়ার্পে খেলেন এবং শেষমেশ ম্যানচেস্টার ইউনাইটেড দলেই ফেরৎ আসেন। তিনি লেফট-ব্যাক, রাইট-ব্যাক, সেন্টার-ব্যাক ও সেন্টার মিডফিল্ডে খেলেন।

২০০১ সালের ১৫ আগস্ট ও'শি জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন। তবে এখানে তার শুরু ভাল হয়নি, কেননা তিনি একটি পেনাল্টি মিস করেন এবং দল ২-২ গোলে ম্যাচ শেষ করে।

বহিঃসংযোগ

সম্পাদনা