জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন

নারীশিক্ষার অগ্রদূত

বেথুন সাহেব নামে বিখ্যাত জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন (ইংরেজি:John Elliot Drinkwater Bethune) (১৮০১ - আগস্ট ১২, ১৮৫১) এক ভারত প্রেমী ব্রিটিশ রাজকর্মচারী ছিলেন। বেথুন বালিকা বিদ্যালয় (বেথুন স্কুল) ও বেথুন কলেজ প্রতিষ্ঠা করে বাংলার নারী জাগরণের সূত্রপাত করেন তিনি।[] বেথুন কলেজ ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ।[] ইংরাজীতে মহাকাব্য লিখতে উদ্যত মাইকেল মধুসূদন দত্তকে বাংলায় লিখতে অনুপ্রেরণা যুগিয়েছিলেন বেথুন সাহেব।

জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন
জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন
জন্ম১৮০১
সল্টফোর্ড, যুক্তরাজ্য
মৃত্যুআগস্ট ১২, ১৮৫১
জাতীয়তাইংরেজ
পরিচিতির কারণভারতে নারী শিক্ষার পথিকৃৎ

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

ইংল্যেন্ড এর ইলিং শহরে বিটন এর জন্ম।তার পিতা ছিলেন স্বনামধন্য জন ড্রিঙ্কওয়াটার বিটন, যিনি "History of the Siege of Gibraltar" বইটি লিখে বিখ্যাত হয়েছিলেন।.[] ছোটবেলা থেকেই জুনিয়র বিটন মেধাবী ছাত্র ছিলেন।তিনি প্রথমে ওয়েস্টমিনিস্টার স্কুল থেকে পড়াশুনা করেন।পরবর্তীতে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এর ট্রিনিটি কলেজ থেকে কৃতিত্বের সাথে পড়া শেষ করেন।এর কিছুদিন পরেই তিনি বার এসোসিয়েশন এ যোগ দেন এবং কিছুদিনের মধ্যে নিজ যোগ্যতাবলে পার্লামেন্ট এর সদস্যও হয়ে যান।মাতৃভাষা ইংরেজি ছাড়াও তিনি গ্রিক,ল্যাটিন,জার্মান,ফরাসি,ইতালীয় ভাষাতেও সাবলীল ছিলেন।এছাড়া কবি হিসেবেও তার বেশ সুনাম ছিল।১৮৪৮ সালে ব্রিটিশ সরকার তাকে ভারতে পাঠায় গভর্নর জেনারেল'স কাউন্সিল এর ল মেম্বার হিসেবে।[] :১১-১২

কর্মজীবন

সম্পাদনা

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Hutchinson, John (২০০৩)। A Catalogue of Notable Middle Templars: With Brief Biographical Notices (ইংরেজি ভাষায়)। The Lawbook Exchange, Ltd.। আইএসবিএন 978-1-58477-323-8 
  2. LBR, Team (২০১৮-০৫-০৫)। Limca Book of Records: India at Her Best (ইংরেজি ভাষায়)। Hachette India। আইএসবিএন 978-93-5195-240-4 
  3. Annual Register (ইংরেজি ভাষায়)। ১৮৫২। 
  4. Nāga, Kālidāsa; Ghosh, Lotika (১৯৪৯)। Bethune School And College Centenary Volume 1849 1949। কলকাতা: S.N.Guha Ray। পৃষ্ঠা 11-12।