জগলুল আহমেদ চৌধুরী
জগলুল আহমেদ চৌধুরী (১০ আগস্ট ১৯৪৯ — ২৯ নভেম্বর ২০১৪) বাংলাদেশের একজন বরেণ্য সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। নিরপেক্ষধর্মী সূক্ষ্ম ও তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিখ্যাত।[১][২][৩][৪][৫]
জগলুল আহমেদ চৌধুরী | |
---|---|
জন্ম | ১০ আগস্ট ১৯৪৯ |
মৃত্যু | ২৯ নভেম্বর ২০১৪ | (বয়স ৬৫)
মৃত্যুর কারণ | সড়ক দূর্ঘটনা |
মাতৃশিক্ষায়তন | |
পরিচিতির কারণ | সাংবাদিক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক |
পিতা-মাতা | নাসিরউদ্দিন চৌধুরী (বাবা) |
জন্ম
সম্পাদনাজগলুল আহমেদ চৌধুরী ১৯৪৯ সালের ১০ আগস্ট বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাসিরউদ্দিন চৌধুরী ছিলেন পাকিস্তান আমলে যুক্তফ্রন্ট সরকারের আইনমন্ত্রী। জগলুল আহমেদ চৌধুরীর পিতৃদত্ত নাম সালেহ আহমদ চৌধুরী। তবে প্রখ্যাত সাংবাদিক সালেহ আহমেদ চৌধুরীর সাথে মিলে যাবার কারণে তিনি নিজের নাম পরিবর্তন করেন।[৬][৭]
শিক্ষাজীবন
সম্পাদনাজগলুল আহমেদ চৌধুরী ১৯৬৫ সালে ঢাকার নবকুমার ইনস্টিটিউট থেকে মেট্রিকুলেশন পাশ করেন। এরপর ঢাকা কলেজ থেকে ১৯৬৭ সালে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স সহ মাস্টার্স সম্পন্ন করেন।[৭]
কর্মজীবন
সম্পাদনাবাসসের প্রধান সম্পাদক, ব্যবস্থাপনা পরিচালক। বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষণী কলাম লেখা এবং টক শো’তে বিশ্লেষক হিসেবে উপস্থিত থাকতেন বিভিন্ন টিভি চ্যানেলে।
তিনি জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্যসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
মৃত্যু
সম্পাদনাজগলুল আহমেদ চৌধুরী ২০১৪ সালের ২৯ নভেম্বর ঢাকার কারওয়ান বাজারে একটি সড়ক দূর্ঘটনায় নিহত হন।[৮] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।[১][২][৩][৪] তিনি ১ ছেলে ১ মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন। ছেলের নাম নাবিদ আহমেদ চৌধুরী।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ রিপোর্টার, স্টাফ। "সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী তরুণদের প্রেরণার উৎস : স্পিকার"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ ক খ "দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যু"। বিবিসি বাংলা। ২০১৪-১১-২৯। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭।
- ↑ ক খ "জগলুল আহমেদ চৌধুরী অনুপ্রেরণা হয়ে থাকবেন"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭।
- ↑ ক খ "সাংবাদিক জগলুল আহমেদ সড়ক দুর্ঘটনায় নিহত"। SAMAKAL (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "জগলুল আহমেদ চৌধুরী আর নেই"। ভিওএ। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "জগলুল আহমেদ ছিলেন অসাধারণ হৃদয়ের মানুষ"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ ক খ প্রতিবেদক, জ্যেষ্ঠ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যু"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৪-১২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮।
- ↑ "জগ্লুল আহমেদ চৌধুরী : জীবন ও স্মৃতি | Bhorer Kagoj | ভোরের কাগজ"। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১২।