জগন্নাথ মন্দির, দিল্লি
জগন্নাথ মন্দির হল ভারতের নতুন দিল্লিতে অবস্থিত একটি মন্দির। দিল্লির ওড়িয়া সম্প্রদায়ের হিন্দুরা হৌজ খাস এলাকায় জগন্নাথের এই আধুনিক মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের বার্ষিক রথযাত্রা অনুষ্ঠানে প্রচুর ভক্তসমাগম হয়ে থাকে।[১]
ছবি
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Thousands celebrate Jagannath rath yatra in Delhi"। Hindustan Times, Delhi – via HighBeam Research (সদস্যতা প্রয়োজনীয়) । ২৭ জুন ২০০৬। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১২।