জগদীশপুর ইউনিয়ন, চৌগাছা
যশোর জেলার চৌগাছা উপজেলার একটি ইউনিয়ন
জগদীশপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলার অন্তর্গত চৌগাছা উপজেলার একটি অন্যতম ইউনিয়ন।[১][২]
জগদীশপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
জগদীশপুর ইউনিয়ন | |
বাংলাদেশে জগদীশপুর ইউনিয়ন, চৌগাছার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১৭′৪৪.৫″ উত্তর ৮৯°৪′১৩.১″ পূর্ব / ২৩.২৯৫৬৯৪° উত্তর ৮৯.০৭০৩০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | যশোর জেলা |
উপজেলা | চৌগাছা উপজেলা |
আয়তন | |
• মোট | ৫১.৯৩ বর্গকিমি (২০.০৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১৬,০৮৭ |
• জনঘনত্ব | ৩১০/বর্গকিমি (৮০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | jagadishpurup6 |
ভৌগোলিক অবস্থান
সম্পাদনাভৌগোলিক অবস্থান অনুযায়ী জগদীশপুর ইউনিয়ন জেলা সদর হতে প্রায় ৩৫ কি.মি. এবং উপজেলা সদর হতে প্রায় ১০ কি.মি. দুরত্বে প্রসিদ্ধ তুলা ও বীজ বর্ধন খামার সংলগ্ন অবস্থিত। এর উত্তরে মর্জাদ বাওড়, দক্ষিণে ফুলসারা ইউনিয়ন, পূর্বে কালীগঞ্জ উপজেলা, পশ্চিমে পাতিবিলা ইউনিয়ন। ইউনিয়নটি ৯টি গ্রাম এবং ৯টি মৌজা নিয়ে গঠিত হয়েছে।
গ্রাম
সম্পাদনাজগদীশপুর ইউনিয়নে মোট ৯টি গ্রাম রয়েছে।
- জগদীশপুর
- স্বর্পরাজপুর
- মির্জাপুর
- কান্দি
- আড়কান্দি
- আড়পাড়া
- দক্ষিণসাগর
- মাড়ুয়া
- ঝিনাইকুন্ডু।
মৌজা
সম্পাদনাজগদীশপুর ইউনিয়নে মোট ৯টি মৌজা রয়েছে।
- জগদীশপুর
- স্বর্পরাজপুর
- মির্জাপুর
- কান্দি
- আড়কান্দি
- আড়পাড়া
- দক্ষিণসাগর
- মাড়ুয়া
- ঝিনাইকুন্ডু
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জগদীশপুর ইউনিয়ন"। jagadishpurup6.jessore.gov.bd। ২০২০-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।
- ↑ "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৭।