ছোট আহ্নিক মন্দির, পুঠিয়া
ছোট আহ্নিক মন্দির পুঠিয়া রাজবাড়ীর সংলগ্ন দক্ষিণ পাশে উত্তর দক্ষিণ দিকে লম্বালম্বি ভাবে এ মন্দিরের অবস্থান। ১৮শ খ্রিষ্টাব্দে প্রেম নারায়ণ কর্তৃক এই মন্দিরটি নির্মাণ করা হয় বলে জানা যায়।[১]
ছোট আহ্নিক মন্দির, পুঠিয়া | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | রাজশাহী জেলা |
অবস্থান | |
অবস্থান | পুঠিয়া |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°১৯′৫৫″ উত্তর ৮৮°৫১′৪০″ পূর্ব / ২৪.৩৩২° উত্তর ৮৮.৮৬১° পূর্ব |
স্থাপত্য | |
সৃষ্টিকারী | প্রেম নারায়ণ রায় |
অবস্থান
সম্পাদনারাজশাহী জেলা সদর হতে ৩২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এর অবস্থান। এটি পাঁচ আনি রাজবাড়ির পূর্ব ভিটায় বর্তমান পুঠিয়া থানা ভূমি অফিসের (মহারানি হেমন্তকুমারীর বাসভবন) উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত এবং এর ঠিক উত্তর পাশেই পুঠিয়া রাজবাড়ী অবস্থান।[২]
অবকাঠামো
সম্পাদনাদোচালা আকৃতির এই মন্দিরটির পূর্ব দিকে পাশাপাশি তিনটি এবং দক্ষিণ দিকের দেয়ালে একটি খিলান দরজা আছে। উত্তর ও পশ্চিম পাশের পাশের দেয়ালের বহিরাংশে কোন অলঙ্করণ নেই এবং তা সমতল। এর কর্নার ও কার্নিশ সমূহে পড়া মাটির চমৎকার চিত্রফলক পরিলক্ষিত হয়। পাতলা ইট, কাঠ ও চুন-সুরকি দ্বারা নির্মিত এ মন্দিরের ভেতরের চার পাশের দেয়ালে চারটি পদ্ম এবং উত্তর ও দক্ষিণ দিকের দেয়ালে দুইটি তাক আছে। মন্দিরের পূর্ব দেয়ালের বাইরের দিক শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলা, জীব-জন্তর ও লতা-পাতার পোড়ামাটির চিত্রফলক দ্বারা সজ্জিত।[৩]
চিত্রশালা
সম্পাদনা-
মন্দিরের দেয়ালে পোড়া মাটির ফলক
-
মন্দিরের দেয়ালে পোড়া মাটির ফলক
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ছোট আহ্নিক মন্দির"। ২০১৬-১২-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৬।
- ↑ "ছোট আহ্নিক মন্দির"। আমার পুঠিয়া। ২০১৭-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৮-০৬।
- ↑ আলম, মোঃ বাদরুল (২০১৪)। "ছোট আহ্নিক মন্দির"। পুঠিয়ার রাজবংশ ও পুরাকীর্তি। পৃষ্ঠা 20।