ছেন কেং, বা, ছেন গেং (ইংরেজি: Chen Geng) (চীনা: 陳賡; ফিনিন: Chén Gēng; ২৭ ফেব্রুয়ারি ১৯০৩ - ১৬ মার্চ ১৯৬১) ছিলেন একজন চীনা কমিউনিস্ট সামরিক নেতা। তিনি ১৯২২ সালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। পার্টির সপ্তম কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও অষ্টম কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পূর্ণ সদস্য নির্বাচিত হন। চীনা গণ স্বেচ্ছাবাহিনীর ডেপুটি কম্যান্ডাররূপে কোরিয়াতে কৃতিত্বের পরিচয় দেন। ১৯৫৯ সালে তাকে চীনের প্রতিরক্ষা দপ্তরের উপমন্ত্রী নিযুক্ত করা হয়।[]

ছেন কেং
General Chen Geng
জন্ম1903
Xiangxiang, Hunan
মৃত্যু1961
সাংহাই
আনুগত্য গণচীন
সেবা/শাখা People's Liberation Army
কার্যকাল1927-1961
পদমর্যাদাGeneral of People's Liberation Army
নেতৃত্বসমূহdeputy commander-in-chief of the Eastern China
যুদ্ধ/সংগ্রামNorthern ExpeditionLong MarchHundred Regiments Offensiveচীনা গৃহযুদ্ধ, Korean War
পুরস্কারOrder of Independence and Freedom, Order of Liberation, Order of the PLA
অন্য কাজPolitician, Writer

লু স্যুনের সাথে সাক্ষাৎ

সম্পাদনা

১৯৩২ সালে ছেন কেং লু স্যুনের সাথে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে লু স্যুন সোভিয়েত অঞ্চল সম্বন্ধে অনেক তথ্য ছেন কেংয়ের কাছে জানতে চেয়েছিলেন। সেদিন সারা বিকাল লু স্যুন ছেনের সাথে কথাবার্তা বলেন। রাত্রি প্রায় শেষ হয়ে এলে তবে ছেন বিদায় নিতে পেরেছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সেন নালান, লু স্যুন, জীবনী ও সাহিত্য, বিদেশি ভাষা প্রকাশনালয়, পেইচিং, প্রথম সংস্করণ ১৯৮৬, পৃষ্ঠা ২২৯-২৩০