ছায়া (দেবী)
হিন্দু ব্যক্তিত্ব ও ছায়ার দেবী
ছায়া (সংস্কৃত: छाया, আইএএসটি: Chāyā) হলেন হিন্দু ব্যক্তিত্ব ও ছায়ার দেবী এবং দেবতা সূর্যের সহধর্মিণী।[১] তিনি সূর্যের প্রথম সহধর্মিণী সরণ্যুর (সঞ্জনা) ছায়ামূর্তি বা প্রতিফলন। ছায়া সঞ্জনার ছায়া থেকে জন্মগ্রহণ করেন এবং সঞ্জনাকে তার বাড়িতে প্রতিস্থাপন করেন, পরে অস্থায়ীভাবে তার স্বামীকে ছেড়ে চলে যান।
ছায়া | |
---|---|
ছায়ার দেবী | |
দেবনাগরী | छाया |
অন্তর্ভুক্তি | দেবী, সরণ্যুর ছায়া |
আবাস | সূর্যলোক |
মন্ত্র | ওঁ ছায়াবে নমঃ |
ব্যক্তিগত তথ্য | |
সঙ্গী | সূর্য |
সন্তান | শনি, তপ্তি ও সবর্ণী মনু |
ছায়ার দেবী ছায়াকে সাধারণত শনি, তপ্তি ও সবর্ণী মনুর (যিনি পরবর্তী ও অষ্টম মনু,এবং পরবর্তী মন্বন্তর যুগের শাসক হওয়ার জন্য নির্ধারিত) মাতা হিসাবে বর্ণনা করা হয়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Monier Williams Sanskrit-English Dictionary (2008 revision) p. 406
- ↑ According to Hindu cosmology, man is currently in the seventh Manvantara.