ছান্দোগ্যোপনিষদ্

(ছান্দোগ্য উপনিষদ থেকে পুনর্নির্দেশিত)

ছান্দোগ্য উপনিষদ্‌ (দেবনাগরী: छान्दोग्य उपनिषद्) হল হিন্দুধর্মের অন্যতম মুখ্য উপনিষদ্‌ছান্দোগ্য, জৈমিনীয় উপনিষদ্‌ ব্রাহ্মণবৃহদারণ্যক উপনিষদ্‌ হল প্রাচীনতম উপনিষদ্‌। এটি বৈদিক সংস্কৃতের ব্রাহ্মণ যুগের রচনা (৩০০ খ্রিস্টপূর্বাব্দের আগে, সম্ভবত খ্রিস্টপূর্ব ৮ম-৭ম শতকে)। ছান্দোগ্য সামবেদ-এর কৌথুম শাখার অন্তর্গত। মুক্তিকা উপনিষদে যে ১০৮ উপনিষদের তালিকা রয়েছে তাতে এই উপনিষদের স্থান নবম। এটি দশ অধ্যায়ের ছান্দোগ্য ব্রাহ্মণ-এর অংশ। উক্ত ব্রাহ্মণের প্রথম দুটি অংশ যজ্ঞ ও উপাসনার অন্যান্য পদ্ধতি সংক্রান্ত। বাকি আটটি অধ্যায় ছান্দোগ্য উপনিষদ্‌ নামে পরিচিত।[] বৃহদারণ্যকছান্দোগ্য উপনিষদ্‌ দুটি প্রাচীন বেদান্ত দর্শনের অন্যতম ভিত্তি। ব্রহ্মসূত্র গ্রন্থে এই উপনিষদ্‌ থেকে একাধিক উদ্ধৃতির ব্যবহার এর গুরুত্ব প্রমাণ করে।

ছান্দোগ্য উপনিষদ
একটি পুঁথির পৃষ্ঠা, ছান্দোগ্যোপনিষদ, শ্লোক ১.১.১-১.১.৯ (সংস্কৃত ভাষা, দেবনাগরী লিপি)
দেবনাগরীछान्दोग्य
IASTChāndogya
রচনাকালখ্রিস্টপূর্ব ৮ম থেকে ৬ষ্ঠ শতাব্দী
উপনিষদের
ধরন
মুখ্য উপনিষদ
সম্পর্কিত বেদসামবেদ
অধ্যায়ের সংখ্যা
মূল দর্শনআত্মার একত্ব
জনপ্রিয় শ্লোকতৎ ত্বম্ অসি

পাদটীকা

সম্পাদনা
  1. Sharma, p. 8.

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা