ছাদেকুল আরেফিন

বাংলাদেশী শিক্ষাবিদ

ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন নামেও পরিচিত) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[]

মো. ছাদেকুল আরেফিন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
কাজের মেয়াদ
৬ নভেম্বর ২০১৯ – ৫ নভেম্বর ২০২৩
আচার্যরাষ্ট্রপতি আবদুল হামিদ
পূর্বসূরীএস এম ইমামুল হক
উত্তরসূরীমোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া
ব্যক্তিগত বিবরণ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীরাজশাহী বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক
ডাকনামআরেফিন মতিন

শিক্ষাজীবন

সম্পাদনা

ছাদেকুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ থেকে ১৯৯৩ সালে এমফিল এবং ২০০৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

সম্পাদনা

আরেফিন মাতিন ১৯৯৬ সালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে শিক্ষকতা জীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে যোগ দেন এবং এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক পদে উন্নীত হন।[] তিনি ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[][]

দায়িত্ব পালন

সম্পাদনা
  • মহাসচিব, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন
  • সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
  • সিন্ডিকেট সদস্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
  • সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সভাপতি, সমাজকর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • সহকারী প্রক্টর, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
  • সহ-সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
  • কোষাধ্যক্ষ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন
  • যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক, রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদ
  • যুগ্ম সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি
  • নির্বাচিত সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল
  • নির্বাচিত কমনরুম সম্পাদক, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র সংসদ
  • নির্বাচিত সদস্য এবং সাচিবিক দায়িত্ব পালন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • প্রতিষ্ঠাতা সদস্য, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদ
  • সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশন

গবেষণাকর্ম

সম্পাদনা

গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের ওপর তার লেখা ১টি গবেষণা গ্রন্থ দেশ-বিদেশে সমাদৃত হয়েছে। এছাড়া দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আরেফিন মাতিন"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  2. "Our honorable VC Sir – Economics – University of Barisal"econbu-edu.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৩ 
  3. "সাক্ষাৎকার: ড. মো. ছাদেকুল আরেফিন - বরিশাল বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীবান্ধব"সমকাল। ২৩ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  4. "বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ছাদেকুল আরেফিন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪ 
  5. "ববির উপাচার্য ড. মো : ছাদেকুল আরেফিনের সফলতা ও ব‍্যর্থতা"প্রভাত বার্তা। ৬ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২৪