ছবির দেশে, কবিতার দেশে

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ভ্রমণ কাহিনী

ছবির দেশে, কবিতার দেশে বাঙালি লেখক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি ভ্রমণ কাহিনী।[] জানুয়ারি, ১৯৯১ সালে কলকাতার আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে এটি গ্রন্থাগারে প্রকাশিত হয়।

ছবির দেশে, কবিতার দেশে
পিয়ের-অগ্যুস্ত রেনোয়া অঙ্কিত চিত্রকর্ম অবলম্বনে প্রথম প্রকাশের প্রচ্ছদ
লেখকসুনীল গঙ্গোপাধ্যায়
অঙ্কনশিল্পীপূর্ণেন্দু পত্রী
প্রচ্ছদ শিল্পীপূর্ণেন্দু পত্রী
দেশভারত
ভাষাবাংলা
বিষয়ভ্রমণ
ধরনভ্রমণকাহনিী
প্রকাশিতজানুয়ারি, ১৯৯১
প্রকাশকআনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
মিডিয়া ধরনছাপা (হার্ডকভার)
পৃষ্ঠাসংখ্যা২৬৬
আইএসবিএন ৮-১৭০-৬৬৯৬৩-৩ {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: চেকসাম

সারাংশ

সম্পাদনা

মূলত ফরাসিদেশকে কেন্দ্র করে রচিত হয়েছে এ-ভ্রমণকাহনিী। বিভিন্ন কবি-শিল্পীদের এই অমরাবতী দেশে একাধিকবার গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। ফলে তার পাঁচবারের ভ্রমণ-অভিজ্ঞতার পূজি করে এই বই গঠিত। এখানে গভীর পর্যবেক্ষণের মাধ্যমে ফরাসিদেশের শিল্প-সস্কৃতি-সাহিত্য-ঐতিয্য কাব্যিক বয়ানে ফুটিয়ে তোলা হয়েছে। সুনিল এই ভ্রমণ-সৃতিকথায় মার্গারিট নামে এক ফরাসি বান্ধবীর সাথে তার গভীর অন্তরঙ্গতার অনুপূর্ব কাহনিী বর্ণনা করেছেন। যিনি প্রথমবার আমেরিকা-প্রবাসকালে সার্হচর্য প্রদানের মধ্য দিয়ে সুনিলকে ফরাসীদেশ সম্বন্ধে গভীরভাবে জানতে সাহায্য করেছিলেন। ফলে এ-ভ্রমণকাহিনীতে টুকরো আত্মজীবনীর স্বাদ রয়েছে। অন্যদিকে মার্গারিটের সূত্র ধরে এসেছে আমেরিকার বিটবংশগ্রিনিচ গ্রামের কবিদের সাথে আড্ডার সৃতিকথা; যেখানে ছিলেন অ্যালেন গিন্সবার্গ, পিটার অরলোভস্কি, পল ওঙ্গেল[]

গ্যালারি

সম্পাদনা

গ্রন্থে সংযুক্ত চিত্র সমূহ:

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মনিরুল (জুন ১৫, ২০১৪)। "ছবির দেশে,কবিতার দেশে"। bdreviews24.com। ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১২, ২০১৪ 
  2. সুনীল গঙ্গোপাধ্যায় (জানুয়ারি, ১৯৯১)। "ফ্লেপ"। ছবির দেশে, কবিতার দেশেকলকাতা, ভারত: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডআইএসবিএন 8-170-66963-3 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: checksum (সাহায্য)  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা