ছনুয়া ইউনিয়ন, ফেনী সদর

ফেনী জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন

ছনুয়া বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ফেনী সদর উপজেলার একটি ইউনিয়ন

ছনুয়া
ইউনিয়ন
১০নং ছনুয়া ইউনিয়ন পরিষদ
ছনুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ছনুয়া
ছনুয়া
ছনুয়া বাংলাদেশ-এ অবস্থিত
ছনুয়া
ছনুয়া
বাংলাদেশে ছনুয়া ইউনিয়ন, ফেনী সদরের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৫৮′১″ উত্তর ৯১°২৮′৩″ পূর্ব / ২২.৯৬৬৯৪° উত্তর ৯১.৪৬৭৫০° পূর্ব / 22.96694; 91.46750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাফেনী জেলা
উপজেলাফেনী সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৯০১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

৩১৫৭ একর

জনসংখ্যা

সম্পাদনা

ছনুয়া ইউনিয়ন মোট জনসংখ্যা - ২০৮১৪ তার মধ্যে পুরুষ - ১০৮৭৭,এবং মহিলা- ৯৯৩৭

অবস্থান ও সীমানা

সম্পাদনা

ফেনী সদর উপজেলার পূর্বাংশে ১০নং ছনুয়া ইউনিয়নের অবস্থান। এর পূর্বে ফাজিলপুর, দক্ষিণে লেমুয়া ও এশিয়ান হাইওয়ে,পশ্চিমে কালিদহ ও কালীদাস পাহালিয়া নদী যাহা দক্ষিণ দিকে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছেএবং উত্তরে মোটবী ইউনিয়ন অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ছনুয়া ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১০নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।

এ ইউনিয়নের গ্রামগুলো হল:

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

শিক্ষার হার শতকরা ৪৮.৫৮

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

১.ছনুয়া উচ্চ বিদ্যালয় ২.ছনুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

৩.পূর্ব ছিলোনীয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ৪.ছনুয়া গনিয়া ইসলামিয়া মাদ্রাসা। ৫.কাজিরদিঘী সোলতানিয়া ইসলামিয়া মাদ্রাসা। ৬.পূর্ব ছিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭. ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৮.বোগদাদীয়া উচ্চ বিদ্যালয় ৯.দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০.তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১.উত্তর ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২.পশ্চিম ছনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩.বোগদাদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৪. টঙ্গিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫.উত্তর ছনুয়া ইবতেদায়ী মাদ্রাসা(স্থাপিত:১৯৮৪)

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

যোগাযোগ বিশেষত্ব পাকারাস্তা ১৭৫ কিমি, আধা-পাকারাস্তা ১১২ কিমি, কাঁচারাস্তা ৪০০ কিমি; রেলপথ ২৭.৫ কিমি।

খাল ও নদী

সম্পাদনা

কালীদাস পাহালিকা নদী

হাট-বাজার

সম্পাদনা

১. হাজী আলী নেওয়াজ কোম্পানী বাজার

২.হাজী ওসমান গনী বাজার

৩.ছনুয়া বাজার

৪.কাজির দীঘি বাজার

৫.বোগদাদিয়া বাজার

দর্শনীয় স্থান

সম্পাদনা

১.কালিদাস পাহালিয়া নদী। ২. বেড়ি বাঁধ। ৩.কালীদহ রেলওয়ে ঝুলন্ত সেতু।

জনপ্রতিনিধি

সম্পাদনা

করিম উল্ল্যাহ বি.কম (চেয়ারম্যান)

১০নং ছনুয়া ইউনিয়ন পরিষদ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা