ছত্রপতি শাহু স্টেডিয়াম
ছত্রপতি শাহু ফুটবল স্টেডিয়াম হল ভারতের মহারাষ্ট্রের কোলহাপুরের একটি ঐতিহাসিক ফুটবল স্টেডিয়াম।[১]
শাহু ময়দান | |
অবস্থান | সুভাষ রোড, কোলাপুর, মহারাষ্ট্র, ভারত |
---|---|
মালিক | মহারাষ্ট্র সরকার |
পরিচালক | কোলাপুর ক্রীড়া সংস্থা |
ধারণক্ষমতা | ১৮,০০০ |
আয়তন | ১০৬ মি × ৭০ মি (৩৪৮ ফু × ২৩০ ফু) |
উপরিভাগ | ঘাস |
চালু | ১৯৬০ |
ভাড়াটে | |
অল কোলাপুর জেলা ফুটবল ক্লাব, মহারাষ্ট্র (সন্তোষ ট্রফি দল) |
নাম
সম্পাদনাস্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে ছত্রপতি শাহু মহারাজের সম্মানে, যিনি এই স্টেডিয়ামটি তৈরি করেছেন ভারতের রাজকীয় রাজ্য কোলাপুরের মহারাজা।
ব্যবহার
সম্পাদনা২০২২-২৩ মৌসুমের সন্তোষ ট্রফির ম্যাচগুলি এখানে অনুষ্ঠিত হয়েছিল। কেএসএ জেলা লিগের ক্লাবগুলি স্টেডিয়ামটি ব্যবহার করে। কোলাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন এই লিগগুলি পরিচালনা করে।[২] [৩] এটি এফসি কোলাপুর সিটির হোম স্টেডিয়ামও।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Kolhapur Sports Association"। ksakolhapur.org। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০২৩।
- ↑ "KSA football league kicks off in Kolhapur"। The Times of India। ২৮ ডিসেম্বর ২০২২।
- ↑ "Football season kicks off in Kolhapur sans spectators"। The Times of India। ১০ ফেব্রুয়ারি ২০২২।
বহিঃসংযোগ
সম্পাদনা- স্টেডিয়াম ওভারভিউ এ সকারওয়ে
- স্টেডিয়াম ওভারভিউ - কোলাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন